ছয় মাসের মধ্যে যেভাবে নিজের উন্নতি করবেন

ছয় মাসের মধ্যে যেভাবে নিজের উন্নতি করতে পারবেন তাই নিন্মে উপস্থাপন করা হল। ০১) একটি সুনির্দিষ্ট লক্ষ্য সেট করুন। ০২) সামাজিক মাধ্যম থেকে ইস্তফা দিন। ০৩) নেতিবাচক লোকদের সঙ্গ পরিহার করুন। ০৪) গেজেটে অতিরিক্ত সময় ব্যয় পরিহার করুন। ০৫) বন্ধু সঙ্গ ত্যাগ করে পড়াশোনায় মনোনিবেশ করুন। ০৬) অন্যকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন। ০৭) রুটিন মাফিক এগোতে থাকুন। ০৮) ছয় মাসের মধ্যে কি কি কাজ সম্পাদন করতে চান, তার একটা লিস্ট করুন। ০৯) লক্ষ্যের পেছনে মরণপন লড়ে যাওয়া। এবং সফল হওয়ার মানসিকতা থাকতে হবে। সুতরাং আপনি এই ভাবে ছয় মাসের মধ্যে নিজেকে উন্নতি করতে পারবেন।
View (2291)
Like (8)