মানুষের সাথে বন্ধুত্ব করার সহজ উপায়

মানুষের সাথে বন্ধুত্ব করার সহজ উপায় নিন্মে উপস্থাপন করা হল। ০১) মানুষের মন এবং মনোভাব বোঝার চেষ্টা করুন। ০২) নিজের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে। ০৩) কথা বলার সময় চোখে চোখ রাখে কথা বলুন। ০৪) মানুষটির আগ্রহ সম্পর্কে জেনে নিন। ০৫) পছন্দ-অপছন্দ নিজের মধ্যে আয়ত্ত করে ফেলুন। ০৬) অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন। ০৭) ব্যক্তিগত আক্রমণ করা এবং নেতিবাচক আলোচনা পরিহার করুন। ০৮) কথা বলুন বিনয়ের সাথে। ০৯) মানুষটির প্রশংসা করুন। ১০) তেলবাজি করার প্রয়োজন নেই। ১১) তার কিছু কিছু বিষয়ে সহমত পোষণ করুন। সুতরাং এই ছিল মানুষের সাথে বন্ধুত্ব করার সহজ উপায়।
View (3018)
Like (3)