Public | 27-Jun-2022

একটা রিলেশান কতক্ষন সুন্দর থাকে?

একটা রিলেশান কতক্ষন সুন্দর থাকে?
একটা রিলেশান ততক্ষন সুন্দর যতক্ষন দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনের সাথে কথা বলতে অস্থির হয়ে থাকে। দুজন দুজনকে সময় দেবার জন্য সময় খুঁজে বের করে, দুজন দুজনকে সম্মান ও শ্রদ্ধাভক্তি করে। কেউ কারো নিকট কিছু গোপন করে না, মিথ্যা বলে না। ভালোবাসা নিজেদের উজার করে দেয়।

নিজেদের সব রকম সুখ দুঃখগুলো অকপটে শেয়ার করে,সম্পর্কটির যত্ন দুজনই করে। যখন একজনের দুঃখ্যে অন্যজন ব্যতিত হোন, নিজের মধ্যেও কষ্টটুকু অনুভব করেন। প্রতিটা সম্পর্ক ঠিক তখনই সুন্দর।

সম্পর্ক খারাপ হতে থাকে কখন জানেন?

যখন একজন ভালোবাসে হার্ট এন্ড সোল, অন্যজন পিঁছু টান, একজন আরেকজনের কথা যখন না শোনে, মান্য না করে, পছন্দ অপছন্দ গুলোকে প্রাধান্য দেয়া না হয়, কথা গোপন করা হয়, মি'থ্যার আ'শ্রয় নেয়া হয়, সম্পর্কে তৃতীয় কাউকে প্রশ্রয় দেয় হয়। সম্পর্কগুলো তখনই ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে।

প্রিয়জনের ফেইজবুকে নামের পাশে সবুজ বাতি জ্বলে থাকার পরেও যখন অপর প্রান্ত থেকে রেসপন্স আসে না। তখন সম্পর্কগুলোতে মরিচা ধরে, ভুল বুঝাবুঝির জন্ম হয়, ঝগড়া বিবাদ ফেসাদ বাঁধে,দিন দিন সেটা বাড়তে থাকে!

এরূপ ঘটনার ফলে দুজন মানুষই কষ্ট পায়। একজন কষ্ট পায় রেসপন্স না পেয়ে, অন্যজন কষ্ট পায় প্রতিনিয়ত তাকে ভুল বুঝে ঝগড়া করে বলে!

জীবন এক রহস্যময় কঠিন যন্ত্রনার মায়াজাল!
এখানে কষ্ট তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে,সুখ আসবে অল্প অল্প করে! যে সুখটুকুর সাথে কষ্টটুকু মেনে নিতে পারবে সেই সুখি।

কিছু কষ্ট আছে মেনে নেয়া সহজ নয় কঠিন কাজ!!
যেমন প্রিয়জনের ভাগ অন্যকাউকে দেয়া।

কাউকে মন থেকে ভালোবাসলে তার ভাগ অন্যজনকে দেয়ার চেয়ে বরং মৃত্যুকে হাসি মুখে মেনে নেয়া সহজ।

প্রিয়জন সম্পদ কোন সম্পত্তি নয় যে তার ভাগ অন্যকাউকে দেয়া যাবে!!

প্রতিটা মানুষের সম্পর্ক হোক সুখময় শান্তিময়, প্রিয়জনের কথার মাঝেই রয়েছে অপার শান্তি অনাবিল আনন্দ।

কারো প্রিয়জন কখনো হারিয়ে না যাক। পৃথিবীর বুকে ভালোবাসার দায়ে দুঃখের সাগরে ফেলে!
Follow Us Google News
View (11,165) | Like (5) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform