Public | 08-Jun-2025

শ্যামবর্ণের মেয়েরা উপন্যাসে মূল নায়িকার স্থান পেলেও! বাস্তবে কেন পায় না?

শ্যামবর্ণের মেয়েরা উপন্যাসে মূল নায়িকার স্থান পেলেও! বাস্তবে কেন পায় না?
শ্যামবর্ণের মেয়েরা মায়াবতী হয়। কিন্তু সত্যিকার অর্থে কেউউ কখনো তাদের মায়ায় পড়ে না! বড়জোর প্রেমে পড়ে। ওদের নিয়ে অজস্র গান কবিতা রচিত হলেও! ওরা কখনো কারোর প্রথম ভালোবাসা হয়ে উঠতে পারেনা।

শ্যামবর্ণের মেয়েরা লেখকের উপন্যাসে মূল নায়িকার স্থান পেলেও! বাস্তব জীবনে কখনো কারো গল্পের নায়িকা তারা হতে পারেনা। 

তাদের দীর্ঘ কালো কেশের প্রতি প্রেমিকের ভালো লাগা জন্মালেও ভালোবাসাটা ঠিকঠাক আসে না।

শ্যামবর্ণের মেয়েরা কাউউকে তীব্রভাবে ভালোবাসলেও! সেই ভালোবাসা চির অধরা'ই রয়ে যায়।

তাদের কালো চোঁখে কাজল নয়! আষাঢ়ের মেঘ শুভা পায়।

তারা কাউকে নিয়ে মনের গহীনে হাজারটা স্বপ্ন বুনলেও তাদের সেইই স্বপ্ন কখনোই পূরণ হয় না।
বরং তা দুঃস্বপ্ন হয়ে গ্রাস করে দেয় তাদের হৃদয়ে লা'লিত সকল অনুভূতিকে।
 
শ্যামবর্ণের মেয়েরা একটি নির্দিষ্ট ব্যাপ্তিকালে কারোর প্রয়োজনের প্রিয়জন হতে পারলেও আজীবনের সঙ্গী হতে পারেনা।
Follow Us Google News
View (31,400) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box