Public | 05-Jul-2023

যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত।

যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত।
ছেলেদের যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত নিচে দেওয়া হল।?

১। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১০ মিনিট জড়িয়ে ধরে বসে থাকবেন।?
২। প্রতিদিন তিনবেলা তিনবার করে ( I ❤ U) বলা।?
৩। প্রতিদিন তিনবেলা করে কপালে Kiss করবেন।?
৪। প্রতিদিন তিনবেলা তিনবার করে Lip Kiss করবেন ?
৫। প্রতিমাসে ৪-৫ বার করে বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া।?
৬। রাগ করে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে জড়িয়ে ধরা-- যতক্ষণ রাগ না কমবে।? 
৭। সে বাপের বাড়ি যেতে চাইলে অনেক আভিমান করবেন! কারণ তাকে ছাড়া থাকতে পারবেন না।?
৮। রান্না খারাপ হলে চুপ করে খেয়ে নিবে তাকে বুঝতেই দিবন না।? 
৯। দরজা খুলতে দেরি হলে, রাত আদার করে দেরিতে আসবো।?
১০। একটা চাইলে দুইটা দিবেন৷ যেমন (সন্তান) ?
১১। রাতে জড়িয়ে না ধরলে ঘুমাবেন না। বউকে ও ঘুমাতে দিবেন না।?
১২। মাঝেমধ্যে সারা রাত দুজনে গল্প করে কাটিয়ে দিবেন।❤? 
১৩। মাঝেমধ্যে বউকে কোলে তুলে নিবেন আর কপালে Kiss করবেন।???? 
১৪। মাঝেমধ্যে বউয়ের চুলে বেনি বেদে দিবেন।??

বউয়ের এর জন্য ভালোবাসা আভিরাম...?
 
বউকে শাড়ি পড়ানোর দায়িত্ব আপনার।??
মাথায় তেল দিয়ে চুল বেনী কেটে দিবেন (রাতের বেলায়)✌?

প্রতিদিন কম করে হলেও কপালে ২০টা চুমু একে দিবেন ?

অফিস থেকে আসতে দেরি হলে,আর বউ রাগ করে বসে থাকলে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাগ ভাঙ্গাবেন।❤

অভিমান করে বসে থাকলে রোমান্টিক গান শোনাবেন আর উরাধুরা ডান্স দিবেন (যদিও পারেন না তারপরও) আর মজার মজার কৌতুক শুনাবেন আর অভিমান ভাঙ্গাবেন।?

অফিস থেকে বাসায় আসার সময় প্রেত্যেক দিন আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি, চকলেট নিয়ে আসবেন ওর জন্য।?

শনিবার এবং রবিবার সপ্তাহের ছুটির দিন  পুরা সপ্তাহের কাজ দুইজন একসাথে করবো আর রান্না টাও একসাথেই করে দুইজন এক প্লেটে খেয়ে বিছানায় হালকা গা এলিয়ে, বিকেল টাইমে ফুটপাতের কোন দোকানে তার প্রিয় খাবার গুলি দুইজন শেয়ার করবেন।

সেখান থেকে কোন একটা লেকের ধারে তার মাথাটা আমার কাঁধে নিয়া কিছুক্ষণ বসে থেকে বাসায় এসে রাতের বেলায় দুইকাপ চা নিয়ে বসে চা খাবেন। আর সে আকাশের চাঁদ দেখবে আর আপনি আপনার চাঁদ দেখবেন।❤

পাগলি টাকে অনেক অনেক অনেক বেশি ভালোবাসবেন। যে ভালোবাসার কোন দিন ও কমতি থাকবে না।?? 

ভালো লাগলে অবশ্যই ফলো করবেন।?
Follow Us Google News
View (28,820) | Like (2) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform