Public | 10-Mar-2024

চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহ

চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহ
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া) যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।
০১. পতেঙ্গা সমুদ্র সৈকত।
০২. গোল্ডেন বীচ পতেঙ্গা।
০৩. কাঠগড় সি-বীচ।
০৪. ১৫ নং নেভাল এভেন্যু।
০৫. চট্টগ্রাম বোট ক্লাব (শুধুমাত্র রেস্টুরেন্ট এর জন্য)।
০৬. বিমান বন্দর।
০৭. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন (রানী রাসমনি বীচ)।
০৮. চৌচালা-বীচ (সীভিউ পার্ক)।
০৯. শুকতারা রিসোর্ট।
১০. পোর্টের টোল সড়ক।
১১. রেলওয়ে জাদুঘর।
১২. ঝাউতলা আবহাওয়া ওফিস ও  ব্র্যাক এর পাহাড় 
১৩. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ)।
১৪. জিলাপী পাহাড়।
১৫. সিআরবি পাহাড়।
১৬. ডি সি হিল।
১৭. কর্ণফুলী নতুন ব্রীজ।
১৮. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য)।
১৯. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ)।
২০. বিপ্লব উদ্যান (২নং গেইট)।
২১. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক।
২২. ক্যাফে ২৪ ভাটিয়ারী।
২৩. ঠান্ডাছড়ি পার্ক ও পিকনিক স্পট।
২৪. ওয়ার সিমেট্রি।
২৫. অভয় মিত্রঁ ঘাট (প্রকাশ নেভাল ২)।
  
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ (টিকেট/পারমিশন প্রয়োজন)।
০১. ফয়েজ লেক।
০২. চিড়িয়া খানা।
০৩. মিনি বাংলাদেশ।
০৪. কাজীর দেওরী শিশু পার্ক।
০৫. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক।
০৬. বাটারফ্লাই পার্ক।
০৭. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)।
০৮. জাতিতাত্তিক জাদুঘর আগ্রাবাদ।
০৯. জিয়া সৃতি জাদুঘর, সার্কিট হাউস।
 
শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ
০১. কাপ্তাই।
০২. রাঙ্গামাটি।
০৩. বান্দরবন।
০৪. সীতাকুণ্ড।
০৫. মুহুরি প্রজেক্ট ফেনী।
০৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই।
০৭. সহস্র ধারা ঝর্না বড় দারোগাহাট, সিতাকুন্ড।
০৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা।
০৯.  বাশখালী বামের ছরা ইকোপার্ক।
১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক।।
Follow Us Google News
View (88,581) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform