Public | 04-Oct-2024

কেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা দরকার?

কেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা দরকার?
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে আর অল্প কিছুদিন পরে নরমাল চাল ৩০০ টাকা করে কেজি খেতে হবে। সহজ ভাষায় মূল্যস্ফিতি হলো কোন একটি দেশের মুদ্রার মানের অবনতি।

বাংলাদেশে ভয়ানক অবস্থা এই মূল্যস্ফিতির জন্যে। ২০২১-২০২৫ এইমাত্র চার বছরের মধ্যে টাকার মান প্রায় অর্ধেক হয়ে গেছে। তার মানে হলো ২০২১ সালের ১০০ টাকা এখন তিন চার বছর পর ৫০ টাকার সমতুল্য। কিন্তু দুর্ভাগ্য জানেন, আমাদের বেতন অথবা ক্রয় ক্ষমতা বৃদ্ধি না পেয়ে একই আছে। এর মানে হলো আপনি প্রতিবছর গরিব হচ্ছেন। যদি আপনার অস্বাভাবিক ইনকাম না থাকে আপনি পুষ্টিকর খাবার ও খেতে পারবেন না। 

এত বছর আমি বহু চিল্লাপাল্লা করেছি এগুলা নিয়ে। আমি সামান্য মানুষ, আমার কথা নাই শুনতে পারেন। কিন্তু এভাবে চলতে থাকলে সামনে নিশ্চিত দুর্ভিক্ষ আসবে। মানুষ পুষ্টির অভাবে রোগাক্রস্ত হবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে নানা ধরনের রোগে রোগাগ্রস্ত হয়। 

নিচের গ্রাফটি দেখেন তাহলে টাকার মূল্যমান কিভাবে হ্রাস পেয়েছে তার একটি ধারণা পাবেন। 

এই বিষয়ে এখন সতর্ক না হলে, ভয়ানক খারাপ অবস্থা হবে আমাদের সামনে।
Follow Us Google News
View (104,275) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform