Fact Post
Public | 20-Dec-2024

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিচে উপস্থাপন করা হল। ০১) যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়। ০২) প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন। ০৩) টাকা থাকলে পৃথিবী কেনা যায়! আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। ০৪) সুখী হতে যদি টাকা লাগে….! তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না। ০৫) এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। ০৬) যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না। ০৭) অতিরিক্ত টাকা.... একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে। ০৮) প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। ০৯) আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। ১০) বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে। ১১) যখন আমাদের টাকা থাকে….! তখন আমরা ভুল করা শুরু করি। ১২) মানুষ তখনই ভুলে যায়! কে আপন, কে পর! যখন সে টাকার ঘোরে থাকে। ১৩) লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো। ১৪) যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না। ১৫) একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ। ১৬) টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা...! ১৭) যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো। ১৮) টাকা মানুষকে সুখী করে না! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে। ১৯) নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই। ২০) যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে!! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়। ২১) টাকা মানুষকে পরিবর্তন করে না! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়। ২২) বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না। ২৩) টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো! ২৪) যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে। ২৫) যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লোক বেশি কামনা করে, সেই আসলে গরীব। ২৬) জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী। ২৭) আগে টাকা কামাও, তারপর ভালোবাসো!! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে। ২৮) একজন ধনী ব্যক্তি অর্থ-বিশিষ্ট গরীব ছাড়া আর কিছুই নয়! ২৯) আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন, তত বেশি সমস্যার সম্মুখীন হবেন। ৩০) অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও,, স্বভাব বদলাতে পারে না। ৩১) টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ। ৩২) সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়। ৩৩) এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না... যদি আপনার টাকা থাকে। ৩৪) টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়। ৩৫) এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না। ৩৬) যে ব্যক্তি টাকার অহংকার করে। তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না। ৩৭) যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই। ৩৮) টাকায় ভরা হাতটির চেয়ে, বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামী। ৩৯) কিছু মানুষের অনেক টাকা থাকলেও, মানুষকে সাহায্য করার মন থাকে না.! আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমত চেষ্টা করে অন্যকে সাহায্য করার.! ৪০) টাকাই সব কিছু নয়; কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার। ৪১) টাকা লবণের মতো প্রয়োজনীয়! কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায়, তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়। ৪২) টাকা রোজগার করা বড় কথা! কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া, তার থেকেও বড় কথা। ৪৩) আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু! ৪৪) টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের! ৪৫) অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি? কিন্ত আমি টাকা কে ভালোবাসি না, আমি অভাব কে ভয় পাই। ৪৬) টাকা দিয়ে খুশি কেনা যায়!! কিন্তু শান্তি কেনা যায় না। ৪৭) পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না। ৪৮) টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়! ৪৯) জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না। ৫০) স্বার্থ আর অর্থ, ভালো মানুষকেও অমানুষ করে তোলে। সুতরাং এই ছিল টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!
Follow Us Google News
View (10,657) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now