Bangla Caption
Public | 06-Jan-2025

বাংলাদেশের বেশিরভাগ মানুষের কিরকম সুখ খোঁজে?

বাংলাদেশের বেশিরভাগ মানুষের সুখ খোঁজার ধরণটা যেন একধরনের পৃথিবী ট্যুর প্যাকেজ! দেশে থাকলে ভাবে, ধুর, এই লোডশেডিং আর রাস্তাঘাটের জ্যামে জীবন অর্ধেক শেষ। বিদেশে গেলে নিশ্চয় সুখের রোদে রোদন করবে! এরপর চলে যায় মিডল ইস্টে। সেখানকার ৫০ ডিগ্রির গরমে ঘাম ঝরাতে ঝরাতে ভাবে, ইউরোপে ঠাণ্ডা বাতাসে সুখের ঢেউ খেলবে! ইউরোপে পৌঁছালে কাজের চাপ আর বিলের কড়া ধাক্কায় মনে হয়, "এইসব ইউরো-ডলার কিছু না, লন্ডন বা আমেরিকাই আসল সুখের কারখানা!" সেখানে গেলে দেখা যায়, সারা দিন কাজ করে বাসায় ফিরে কাপড় ধোয়ার মেশিনের সাথে ধুন্ধুমার যুদ্ধ, আর উইকেন্ডে নিজেকেই নিজের বাবুর্চি বানাতে হচ্ছে। তখনই মাথায় আসে, "ধুর মিয়া, দেশই ভালো ছিল। বৃষ্টিতে ভিজে চা-সিঙ্গারা খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডার সুখ তো আর কোথাও নাই!" এইভাবে মানুষ সুখের মরীচিকা খুঁজতে খুঁজতে পুরো জীবনকে এক সুখ সন্ধান অভিযান বানিয়ে ফেলে। অথচ সুখ যে ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন নয়! এটা হলো মনের ব্যাগে রাখা একটা স্পেশাল ফিলিংস। সুখ মানে সকালে ভালো ঘুম, দুপুরে একটু মজার খাবার আর রাতে প্রিয় মানুষের সাথে হাসিমুখে কাটানো কিছু মুহূর্ত। এর সাথে সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করলে তো ফ্রি বোনাস পয়েন্ট পাওয়া যায়! তাই সুখ যেন আমাদের ইউরোপিয়ান সিঙ্গেন ভিসা না হয়। বরং আমাদের মনের শান্তির মাদুরে বসে থাকা এক অনন্য অনুভূতি হয়!
Follow Us Google News
View (37,545) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now