স্ত্রীকে খুশি করার কিছু টিপস

স্ত্রীকে খুশি করার কিছু টিপস নিন্ম উপস্থাপন করা হল। ০১) মাঝে মাঝে স্ত্রীর ব্যাগে কিছু টাকা রেখে দিন। স্ত্রীকে না জানিয়ে। দেখবেন সে আপনার প্রতি খুশি হয়ে যাবে। ০২) ঘরে ঢুকেই প্রথমে সালাম না পাওয়ার আশায় স্ত্রীকে আগে আগে সালাম দিন। দেখবেন তিনি আপনার প্রতি খুশি হয়ে যাবে। ০৩) স্ত্রীকে মুখে খাবার তুলে দিন। দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে। ০৪) স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করুন। দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে। ০৫) স্ত্রীর কোন বিপদ আসলে মাথায় হাত রেখে সান্তনা দিন। দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে। ০৬) ছোট ছোট বিষয়ে স্ত্রীর প্রতি রাগ না করে হাসিমুখে সমাধান করুন। দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে। ০৭) মাঝে মাঝে স্ত্রীকে বেড়াতে নিয়ে যান। দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে। ০৮) মাঝে মাঝে স্ত্রীকে থ্রি পিস কাপড় কিনে দিন। দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে। ০৯) মেয়েরা গহনা পছন্দ করেন তাই মাঝে মাঝে স্ত্রীকে আপনার সাধ্য মত কিছু গহনা বানিয়ে দিন। দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে। ১০) মাঝে মাঝে স্ত্রীকে আইসক্রিম চকলেট কিনে দিন। দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে। আল্লাহ সব স্বামী-স্ত্রীর মধ্যে সুখ শান্তি এবং মায়া মহাবত দান করুক। (আমিন)
View (3221)
Like (3)