প্রাইমারিতে ব্যর্থ হওয়া এক ভাইয়ের পোষ্ট

সদ্য প্রাইমারিতে ব্যর্থ হওয়া এক ভাইয়ের একটা পোষ্ট দেখলাম...! তার লেখাটা ছিল এইরকম...! এদেশে একই পরিবারে বাবা, ভাই, বোন সবাই চাকরি পাই! অন্য দশটা পরিবার শুধু হতশায় দিন কাটায়! দাদার চাকরি সূত্রে বাবার চাকরি। বাবার চাকরি সূত্রে ছেলে/মেয়ের চাকরি। ৮০ মার্ক পেয়েও চাকরি হয়নি। অথচ তাদের ৪০/৪৫ পেয়ে চাকরি! কলিজাটা ছিঁড়ে যায়! কত কষ্ট করে যে মেধাবীরা একটা জবের আশায়। পড়াশোনা করছে কেবল আল্লাহই জানেন? বৈষম্যের সমাজে তারা আবর্জনা।
View (1886)
Like (3)