মেয়েদের মেকাপ বিহীন ছবি
মেয়েদের মেকাপ বিহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করিনা। আমি চাই, অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক।
আমি আসলেই ভীষন সুন্দর।
এই যে একটা আর্টিফিসিয়াল প্রলেপ থেকে নিজেকে মুক্ত করবার সাহস, এটাকে শ্রদ্ধা না জানানোটা অন্যায়।
যদিও তার গালের ব্রন, চোখের নিচের কালি, শ্যামলা গায়ের রং স্পষ্টভাবে বুঝা যায়, তবুও এই মানুষটা সবচেয়ে বেশি সুন্দর। কেবল মাত্র তার মানসিক শেকল থেকে বের হয়ে আসবার সাহসিকতার জন্য।
মানুষ মাত্রই সুন্দর। তুমি যে মানুষ হয়ে দুনিয়াতে এসেছো, এরজন্যই তো পৃথিবীর কাছে কৃতজ্ঞতা জানানো দরকার।
Follow Us Google News