বাস্তব জীবন থেকে নেয়া
বাস্তব জীবন থেকে নেয়া।
রিক্সা করে ডাক্তার দেখাইতে যাচ্ছিলাম তখন সে বললো মামা আপনার রিপোর্টটা একটু দেখি।
আমি চিন্তায় পড়ে গেলাম উনি দেখবে আমার রিপোর্ট। উনি কি পড়তে পারবে?
তারপরও তাকে রিপোর্ট দিলাম।
সে দেখলো এবং ডাক্তারের লেখা সঠিকভাবে পড়তেও পারছে।
তারপর উনি আমাকে এইটাও বললেন যে আমাকে কি কি পরীক্ষা দিয়েছে ডাক্তার।
তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম মামা আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? সে বললো মামা আমার ডিপার্টমেন্ট তো ছিলো ফার্মেসী।
শুনে আমি তো অবাক হয়ে গেলাম!
তারপর আমি জিঙ্গাস করলাম...
কোন ভার্সিটিতে পড়ালেখা করলেন....
সে বলে এখন কি আর ভার্সিটি দিয়া লাভ আছে...
যে দেশে শিক্ষিত মানুষের চেয়ে অশিক্ষিত মানুষের মূল্যায়ন বেশি। সে দেশে জ্ঞান অর্জন না করাই উত্তম।😥
এই কথা বলে একটা সুন্দর হাসি দিয়ে লোকটা রিক্সা নিয়ে চলে গেলেন।🙂💔
Follow Us Google News