মধ্যেবিত্ত পরিবারের বেকার ছেলের জীবন কাহিনি
মধ্যেবিত্ত পরিবারের বেকার ছেলেটা প্রতিদিনই চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু চাকরিটা হচ্ছেনা। প্রতিদিনই বাসার সবার কথা শুনতে হয় চাকরি কেন হচ্ছে না। নাকি ইন্টারভিউ নাম করে প্রতিদিনই বাসা থেকে টাকা নেওয়ার দান্ধা করছ। আর কত কি শুনতে হয়।
আসলে ইন্টারভিউ দিতে যে গাড়ি ভাড়া আর চাকরির জন্য জরুরি কাগজ পত্র ফটোকপি করতে করতে ২০০টাকা চলে যাচ্ছে এবং এই দিকে চাকরিটা হচ্ছে না। কিন্তু এই খরচ গুলো ইন্টারভিউ দিতে গেলে প্রতিদিনই হয়।
ঐদিকে বেকার ছেলেটা চাকরি না হওয়া। তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে দিয়ে, অন্য একজনের হাত ধরে নেয়। যদিও থাকে প্রিয় মানুষটা, তার পর প্রিয় মানুষটার কাছ থেকে তাকে বিভিন্ন রকম কথা শুনতে হয়।
তুমি যদি ২-৩ মাসের মধ্যে চাকরি না পাও তাহলে আমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে। তুমার মতন বেকার এর কাছে, আমরা পরিবার বিয়ে দিবে না।
বেকার ছেলেটা থাকে না কোন বন্ধু। কারন তাদের যেই বন্ধুদের চাকরি আছে, তাদের সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব হয়ে পরে।
মধ্যেবিত্ত বেকার ছেলেটা সব সময় সবার কাছ কথা শুনতে হয়। এবং সে যে বিভিন্ন মানুষিক চাপে ভুগছে এটা কেউ বুঝতে চায় না।
এই হল মধ্যেবিত্ত বেকার ছেলের জীবন কাহিনি।
Follow Us Google News