Life Line
Public | 25-Apr-2025

বর্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ কি?

র্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ গুলো দেওয়া হলো। বর্তমান সমাজে অধিকাংশ বিবাহিত জীবন কেন অসুখী এর একটি বাস্তব চিত্র হল। ❍ যোগাযোগের অভাব (Lack of Communication) অনেক দম্পতির মাঝেই খোলামেলা কথা বলা হারিয়ে যায়। ভুল বোঝাবুঝি বাড়ে, অনুভূতি চেপে রাখা হয়, ফলে সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে। ❍ অতিরিক্ত প্রত্যাশা (Unrealistic Expectations) অনেকেই মনে করেন বিয়ের পর সবকিছু ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন, উভয়ের চেষ্টায় সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়। ❍ আর্থিক চাপ ও দায়িত্বের ভার (Financial Stress) সংসার চালানো, বাচ্চার খরচ, সামাজিক চাপ, এসব নিয়ে অর্থনৈতিক টানাপোড়েন তৈরি হয়, যা সম্পর্কেও প্রভাব ফেলে। ❍ সমঝোতার ঘাটতি (Lack of Compromise) দুজন মানুষ কখনও একরকম হয় না। কিন্তু আজকাল অনেকেই নিজেকে প্রাধান্য দেয়, আর এক চুল ছাড় দিতেও রাজি না—এতে সম্পর্ক ভাঙে। ❍ পারিবারিক হস্তক্ষেপ (Family Interference) বিশেষ করে আমাদের সমাজে শ্বশুরবাড়ি বা পিত্রালয়ের হস্তক্ষেপ অনেক সময় দম্পতির স্বাধীন সিদ্ধান্ত নিতে বাধা দেয়। ❍ সময়ের অভাব (Lack of Quality Time) কাজ, মোবাইল, সোশ্যাল মিডিয়া, সবকিছুর মাঝে অনেকেই সঙ্গীর জন্য সময় দেয় না। এতে ভালোবাসার জায়গা ফাঁকা হয়ে যায়। ❍ আত্মসম্মানহানি ও মানসিক নির্যাতন (Ego Clashes & Emotional Abuse) অহংকার, খুঁটিনাটি অপমান, বারবার মানসিক আঘাত, এসব সম্পর্ককে নীরবে হত্যা করে। ❍ বিশ্বাসের সংকট (Lack of Trust) সন্দেহ, অতীত টান, প্রাইভেসি লঙ্ঘন, এসব সম্পর্কের ভিত নড়বড়ে করে তোলে। ❍ ভালোবাসার অভাব (Absence of Love & Affection) অনেক সময় দেখা যায় মানুষ কেবল সামাজিক দায়িত্ব পালনের জন্য একসঙ্গে থাকে, ভালোবাসা নেই, শুধু অভ্যাস। ❍ নিজেকে হারিয়ে ফেলা (Losing One's Identity) ‍ অনেকে সংসারের চাপে নিজেকে বিসর্জন দেয়, নিজের শখ, স্বপ্ন, ভালো লাগা, সব ভুলে যায়। এতে ভেতরে ভেতরে হতাশা জন্ম নেয়। শেষ কথা: বিয়ে মানেই শেষ নয়, আবার সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়ও একপাক্ষিক নয়। সম্পর্ক বাঁচাতে চাইলে দরকার, পারস্পরিক সম্মান, খোলা মনের আলোচনা, এবং একে অপরকে সময় দেওয়া। ভালোবাসা যত্ন চায়, শুধু নামটুকু নয়। সহযোগিতা ছাড়া সম্পর্ক, খোলস ছাড়া শরীরের মতো। অবশ্যই লেখাটা ভালো হোক বা খারাপ হোক কমেন্ট করবেন!
Follow Us Google News
View (1,623) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now