FewLook.Com
Few Look
Inactive. Public.

মুন্সিগঞ্জ বা বিক্রমপুর ইতিহাস

মুন্সিগঞ্জ বা বিক্রমপুর ইতিহাস - FewLook
মুন্সিগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহাসিক জেলা যা পদ্মা, মেঘনা, ধলেশ্বরী এবং ইছামতি নদীর দ্বীপ দেশ হিসেবে পরিচিত। 

এই জেলাটি বিভিন্ন প্রখর ঐতিহাসিক ঘটনার মূলস্থলী হিসেবে পরিচিত। 

এখানে রয়েছে একটি স্বাধীন বঙ্গ রাজ্যের রাজধানী বিক্রমপুর এবং এটি চন্দ্র রাজার শাসনের অঞ্জলী হতে শুরু করে এবং পাল, সেন, মোঘল, বারো ভূঁইয়া এবং ব্রিটিশ শাসন কাল পর্যন্ত পরিচালিত হয়।

এই জেলাটি বাংলাদেশের জন্য গৌরবের ইতিহাস। এখানে রয়েছে  ৬টি উপজেলা, ২টি পৌরসভা, ৬৮টি ইউনিয়ন আর ৯৫৭টি গ্রাম নিয়ে ৯৫৪.৯৬ বর্গকিলোমিটারের ঐতিহ্যমন্ডিত ভূখন্ড মুন্সিগঞ্জ। 

ইতিহাসের পাতায় বিক্রমপুর একটি জ্ঞানী তাপস জনের মিলন কেন্দ্র। 

এখানে জন্মেছে সাহিত্যিক সৈয়দ এমদাদ আলী, সরোজনী নাইডু, ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, বৈজ্ঞানিক জগদিশ চন্দ্র বসু, অতীশ দিপঙ্করের মত জগৎ বিখ্যাত ব্যক্তি। 

এমনকি বাবা আদম শহীদের মত ইসলামী ব্যক্তিগনের পদচারণা এক কথায় তার প্রচেষ্টার ফসল আজ মুন্সিগঞ্জের ইসলাম বা মুসলমান এলাকা বিক্রমপুর।
Follow Us Google News
View (4,028) Like (1)
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now