Public | 06-Apr-2023

জাতীয় স্মৃতিসৌধের এই ৭টি স্তম্ভ কী নির্দেশ করে?

জাতীয় স্মৃতিসৌধের এই ৭টি স্তম্ভ কী নির্দেশ করে?
আমাদের জাতীয় স্মৃতিসৌধর অপর নাম সম্মিলিত প্রয়াস।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জানা-অজানা সকল শহীদদের সম্মানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ গড়ে উঠেছে।

১৫০ ফুট উচ্চতার সৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণটি ৩৪ হেক্টর বা ৮৪ একর জায়গা জুড়ে রয়েছে। এছাড়াও রয়েছে একে ঘিরে আরও ১০ হেক্টর বা ২৪ একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয় রয়েছে।

এবং সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড়ক্রমে সজ্জিত হয়েছে। সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।

১) ১৯৫২ এর ভাষা আন্দোলন।
২) ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন।
৩) ১৯৫৬ এর শাসনতন্ত্র আন্দোল।
৪) ১৯৬২ এর শিক্ষা আন্দোলন।
৫) ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন।
৬) ১৯৬৯ এর গণ অভ্যুত্থান।
৭) ১৯৭১ এর মুক্তিযুদ্ধ।

১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে এই উদ্যোগ কিছুটা স্থবির হয়ে পড়ে।

১৯৭৮ খ্রিষ্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা প্রণয়নের দায়িত্ব প্রদান করেন।

১৯৭৮-এর জুন মাসে প্রাপ্ত ৫৭টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়।
Follow Us Google News
View (7,350) | Like (2) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform