Public | 21-Nov-2023

মোগল আমলে নির্মিত মিরকাদিম সেতু!

মোগল আমলে নির্মিত মিরকাদিম সেতু!
মোগল আমলে নির্মিত মিরকাদিম সেতুটি দেখে এর প্রাচীনত্ব সম্পর্কে আমাদের কোন সন্দেহ থাকে না যদিও একাধিকবার এটি সংস্কার করা হয়েছে।

মির কাদিম সেতুর কোন শিলালিপি না থাকলেও মোগল সুবাদার মীর জুমলা এটি নির্মাণ করেন বলে ধারনা করা হয়। হারানো নিধি পর্ব-১ এর বিবরণে জানা যায় ঢাকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় ও নিশ্চিত করার লক্ষ্যে জলদুর্গ নির্মাণের পাশাপাশি১৬৫৮ থেকে ১৬৬০ সালের মধ্যে  মিরকাদিম সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করেন এই দেশহিতৈষী শাসক।

মুঘল সম্রাট আওরঙ্গজেব এর  রাজত্ব কালে ইদ্রাকপুর কেল্লা হতে দোহারে অবস্থিত মুসা খানের কেল্লা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার জন্যে সুবাদার মীরজুমলা দুইটা সেতু নির্মাণ করেন।

তার মধ্যে একটি মিরকাদিম সেতু, অপরটি তালতলা সেতু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের বোমার আঘাতে এই তালতলা সেতুটি উড়িয়ে দেয়া হয়। 

অবশিষ্ট টিকে রইলো মিরকাদিমের সেতু। সেতুর স্থাপত্য বৈশিষ্ট্য বিবেচনা করে মুঘল আমলের স্থাপনা বলে ধরে নেওয়া হয়। মিরকাদিম, মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
Follow Us Google News
View (19,827) | Like (2) | Comments (0)
Like Comment
Comment Box