দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছু নাই!
পরিশ্রমী পোলাপান দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা যে জ্ঞান অর্জন করে আইলসা পোলাপান সেটাকেই ট্যালেন্ট বলে।
এই কথা গুলা বিশ্বাস না হলে, তোমার আশে পাশের ট্যালেন্টেড একটা স্টুডেন্টকে বলো....
তোর তো ডিব্বা ভর্তি ট্যালেন্ট। তাই আজকের পর থেকে ক্লাসের বাইরে তুই বই ধরবি না।
কোন প্রাকটিস, রিভিশন দিবি না। বাসায় কোন স্টাডি করবি না। দেখি ট্যালেন্ট এর ঠেলায় তুই ক্লাসে ফার্স্ট, সেকেন্ড হতে পারস কিনা?
তখন বুঝতে পারবে সে শুধু মগজের ঘিলু দিয়ে ট্যালেন্টেড হয় নাই। বরং হার্ডওয়ার্ক, ডেডিকেশন, পার্সপেক্টিভ আর ডিসিপ্লিন এর আউটকাম হিসেবে ট্যালেন্টেড হইছে।
এজন্যই আশেপাশে অনেক ট্যালেন্টেড পোলাপান দেখবে.....
প্রেমের চক্করে, ওভার কনফিডেন্স, সঙ্গেদোষে, কিংবা জায়গা পরিবর্তনে, এডজাস্ট করতে না পেরে, অথবা ফোকাস হারিয়ে হার্ডওয়ার্ক করা কমায় দিছে।
আর দুই-তিন মাসের মধ্যে তার ট্যালেন্ট হাওয়া হয়ে গেছে।
Follow Us Google News