শান্তি কারোরই নাই!

শান্তি কারোরই নাই এই নিয়ে কিছু কথা তুলে ধরা হল। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত! আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা! আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি! চাকুরীজীবিরা কাজের চাপে চিন্তিত! আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা! আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে! আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর।🙂