Life Line
Public | 09-Jun-2023

নারী তুমি পারোও বটে 🤔

নারী তুমি পারোও বটে।🤔 সামান্য তেলাপোকা 🕷দেখে ভয় পাও অথচ সন্তান হওয়ার যন্ত্রণা ঠিকি সহ্য করো। 👉 নারী তুমি সন্ধ্যার পরে বাহিরে যেতে ভয় পাও অথচ তোমার সন্তানের সামান্য জ্বর হলে মাঝ রাতে ডাক্তারের কাছে ছুটে যাও। 👉 নারী তোমার অসুখ হলে নিজে ঔষুধ খেতে ভুলে যাও। অথচ তোমার সন্তানের কিছু হলে তিন বেলা ঔষুধ খাওয়াতে ঠিকি মনে রাখো। 👉 নারী তুমি হিসাব বোঝা না নিজের সন্তান ৫ টাকা চাইলে ১০ টাকা দিয়ে দেও। 👉 নারী তুমি সত্যি মহান। বিয়ের আগে কেউ তোমাকে কিছু বললে রেহাই পেতো না। সেই তুমি বিয়ের পরে অন্যের সংসারে সবার হাজারো অপমান সহ্য করে থাকো। 👉 বিয়ের আগে তুমি ঈদের শপিং সবার আগে করতে। সেই তুমি বিয়ের পরে অন্যের ঘরে ছেড়া কাপড়ের অংশটা ঢেকে দিব্যি চলাফেরা করো কাউকে বুঝতে না দিয়ে। 👉 বিয়ের আগে তুমি বাবা মাকে ছাড়া থাকতে পারোনা। সেই তুমি বিয়ের পরে বাবার বাড়ি গেলে তুমি মাত্র দুই দিনের অতিথি। 👉 নারী তুমিই মা, তুমিই মেয়ে,প্রক্ষান্তরে তুমিই বোন। তাই তোমার প্রতি হাজার কৃতজ্ঞ। 👉 নারী তোমার ‍ঋন এক পৃথিবী সমান ভালোবাসা দিয়েও শেষ করা যাবে না তবুও তুমি সবসময় সন্তানকে ঠিক মোনাজাতে রাখতে কভূ ভুল করো না 👉 নারী তুমি বাবার বাড়ি রাজকন্যা হয়ে থাকলেও অন্যের ঘরে রাজকন্যা হয়ে থাকতে পারো না....! নারী তুমি সত্যি মহান তুমি ছাড়া প্রত্যেকটা ঘর অপূর্ণ!!!🥰🥰🥰 ভালো লাগলে শেয়ার করোন।
Follow Us Google News
View (31,041) | Like (4) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now