বিয়ে করার আগে যে যে বিষয়ে জানা উচিত
বিয়ে করার আগে যে যে বিষয়ে জানা উচিত তাই নিন্মে উপস্থাপন করা হল।
০১) দেখতে হবে মানুষটি উদার এবং মানবিক কিনা।
০২) দেখতে হবে মানুষটি সৎ এবং সত্যবাদী কিনা।
০৩) দেখতে হবে মানুষটির হট এবং সেক্সি কিনা।
০৪) দেখতে হবে মানুষটি খুঁত খুঁতে স্বভাবের কিনা।
০৫) দেখতে হবে মানুষটি হিংসুক এবং প্রতিহিংসাপরায়ণ কিনা।
০৬) দেখতে হবে মানুষটি গণতন্ত্রমনা কিনা।
০৭) দেখতে হবে মানুষটি পরিষ্কার-পরিচ্ছন্ন কিনা।
০৮) দেখতে হবে মানুষটি কুটনামি করেন কিনা।
০৯) মানুষটির মনোভাব এবং ব্যক্তিত্বের ধরন কেমন, তা দেখতে হবে।
১০) দেখতে হবে মানুষটি দূরদর্শী, প্রগতিশীল, স্মার্ট এবং আধুনিক কিনা।
১১) দেখতে হবে মানুষটি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট।
১২) দেখতে হবে মানুষটি আত্মবিশ্বাসী এবং সাহসী কিনা।
১৩) দেখতে হবে মানুষটি অন্যের গোপনিয়তা রক্ষা করতে পারেন কিনা।
১৪) দেখতে হবে মানুষটির মধ্যে ন্যায্যতা রয়েছে কিনা।
১৫) দেখতে হবে মানুষটির মধ্যে উগ্রতা এবং ধর্মান্ধতা রয়েছে কিনা।
সুতরাং বিয়ে করার আগে এই বিষয়ে জানা উচিত।
Follow Us Google News