সমবয়সী সম্পর্কের সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন
সমবয়সী সম্পর্কের সুবিধা এবং অসুবিধা গুলো নিন্মে উপস্থাপন করা হল।
সমবয়সী সম্পর্কের সুবিধা:
০১) নিজেদের মধ্যে উৎপাদনশীলতা বাড়বে।
০২) পারস্পরিক দক্ষতা অত্যধিক বৃদ্ধি পাবে।
০৩) রোমান্টিক চাহিদার উৎপাদন বাড়বে।
০৪) দু'জনের মধ্যে স্বাবলম্বী প্রবণতা তৈরি হবে।
০৫) দু'জনের মানসিক দূরত্ব কমে আসবে।
০৬) লক্ষ্যে অটুট থেকে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া যাবে।
০৭) উদার দৃষ্টিভঙ্গি তৈরি হবে।
০৮) নিজেকে আধুনিক এবং প্রগতিশীল হিসেবে দাবি করা যাবে।
০৯) সমবয়সী প্রেম দীর্ঘস্থায়ী হয়।
সমবয়সী সম্পর্কের অসুবিধা:
০১) একের প্রতি অন্যের গোস্বা বাড়তে পারে।
০২) সম্পর্কে ইমম্যাচিউরিটি পরিলক্ষিত হতে পারে।
০৩) সামাজিক ভাবে গ্রহণ যোগ্যতা কম।
০৪) একের প্রতি অপরের প্রত্যাশার পরিলক্ষিত হবে।
০৫) একটা স্টেজে গিয়ে একের প্রতি অন্যের ভালো লাগা উঠানামা করতে পারে।
সুতরাং এই ছিল সমবয়সী সম্পর্কের সুবিধা এবং অসুবিধা গুলো।
Follow Us Google News