Islamic Post
Public | 17-Mar-2025

ফজরের নামাজ জামাতে পড়ার গুরুত্বপূর্ণ ফজিলত ও বরকত।

ফজরের নামাজ জামাতে পড়ার অনেক গুরুত্বপূর্ণ ফজিলত ও বরকত রয়েছে। কুরআন ও হাদিসে এর ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নিচে কয়েকটি উল্লেখযোগ্য ফজিলত তুলে ধরা হলো:— ১. আল্লাহর বিশেষ নিরাপত্তা ও হেফাজত রাসুলুল্লাহ (স.) বলেছেন..... ❝যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, সে পুরো দিন আল্লাহর হেফাজতে থাকে।❞ (মুসলিম, হাদিস:- ৬৫৭) ২. পুরো রাত ইবাদতের সওয়াব। রাসুলুল্লাহ (স.) বলেন..... ❝যে ব্যক্তি এশা নামাজ জামাতে পড়ে, সে যেন অর্ধ রাত নামাজ আদায় করল। আর যে ফজর জামাতে পড়ে, সে যেন পুরো রাত নামাজ আদায় করল।❞ (মুসলিম, হাদিস:- ৬৫৬) ৩. মুনাফিকদের থেকে পৃথক হওয়ার আলামত। রাসুল (সা.) বলেছেন..... ❝মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে ভারী নামাজ আর কিছু নেই। যদি তারা জানত এতে কী সওয়াব, তবে হামাগুড়ি দিয়ে হলেও আসত।❞ (বুখারি, হাদিস: ৬৫৭) ৪. জান্নাতের সুসংবাদ। রাসুলুল্লাহ (স.) বলেছেন..... ❝যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।❞ (বুখারি, হাদিস:- ৫৭৪) ৫. অন্ধকারে মসজিদে যাওয়া হলে কেয়ামতের দিন নূর লাভ। রাসুলুল্লাহ (স.) বলেন...... ❝যারা অন্ধকারে (ফজরে) মসজিদে যায়, কেয়ামতের দিন তাদের জন্য পূর্ণ নূরের সুসংবাদ আছে।❞ (তিরমিজি, হাদিস:- ২২৩) এই ছিল ফজরের নামাজ জামাতে পড়ার গুরুত্বপূর্ণ ফজিলত ও বরকত।
Follow Us Google News
View (6,316) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now