Public | 26-May-2025

বর্তমানে ছেলেরা বিয়ের জন্য মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুজে কেনো?

বর্তমানে ছেলেরা বিয়ের জন্য যেসব কারনে মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুজে তাই নিচে তুলে ধরা হল। উচ্চবিত্ত পরিবারের মেয়েরা বিলাসী হয় বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চবিত্ত ঘরের মেয়েরা ছোটো থেকে বড়ো হয় তাদের জন্য নিযুক্ত ব্যাতনভুক্ত কোনো মানুষের কাছে। তারা ছোটোবেলায় বাবা মা কে সেভাবে পায়না। তারা ভূলেই যায় যে বাবা মা কি জিনিস। সংসারের যে একটা স্বাধ থাকে সেটা তারা পায়না। এর ফলে তারা ব্যাপার গুলো শিখতে পারেনা সেভাবে। তারা তাদের নিজের মা কেই কখনো রান্নাঘরে গিয়ে তাদের বাবার জন্য ভাত তরকারি রানতে দেখেনাই তো নিজের স্বামী কে কি রেধে খাওয়াবে? অপরদিকে, মধ্যবিত্ত পরিবারের মেয়েরা হচ্ছে ভার্সেটাইল, আপডেটেড, আর অ্যাডজাস্টেবল৷ মধ্যবিত্ত পরিবারের মেয়েরা ছোটো থেকেই বিভিন্ন উত্থান পতন দেখতে দেখতে বড়ো হয়। ওরা সেগুলোর সম্মুখীন হয়। দেখে শেখে, ঠকে গিয়েও শেখে। এ কারণে ওরা সংসার জিনিসটার পরিপূর্ণ স্বাধ টা বোঝে। এর কারণে ওরা বিবাহিত জীবনে প্রচুর সংসারী হয়ে থাকে। বাচ্চার ডায়পার চেঞ্জ থেকে শুরু করে শ্বশুর শাশুড়ীর যত্ন নেওয়া সব কিছুই ওদের দ্বারা সম্ভব। এরকম মেয়েরা গরমের সময় কারেন্ট না থাকলেও হাতপাখা দিয়ে ম্যানেজ করে নিতে পারে যেটা একটা উচ্চবিত্ত পরিবারের মেয়ে পারবে না সহজে৷ মূল কথা এরকম মেয়েদের মধ্যে যেকোনো পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতা বলেই মূলত মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কদরটা একটু বেশিই করে এক শ্রেণির সচেতন মানুষ। ছেলেরা এখন স্ট্যাবিলিটি খোঁজে, লাইট-ক্যামেরা-অ্যাটিটিউড না। তাই বিয়ের ক্ষেত্রে ভালোবাসা, কেয়ারিং, পার্টনারশিপ আর পারফেকশন সবকিছু মিলিয়ে মধ্যবিত্ত পরিবারের মেয়ের তুলনা হয় না!
Follow Us Google News
View (27,974) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform