Reality
Public | 21-May-2025

জীবনে টাকার গুরুত্ব কতটুকু?

টাকা মানবজীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ গুলোর একটি। এটি ছাড়া আধুনিক সমাজে জীবন পরিচালনা করা প্রায় অসম্ভব। টাকার সাহায্যে মানুষ তার মৌলিক চাহিদাগুলো যেমন:— খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা পূরণ করতে পারে। শুধু প্রয়োজন মেটানো নয়, আজকের দিনে সামাজিক মর্যাদা, নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং উন্নত জীবনের ভিত্তিও গড়ে ওঠে অর্থের উপর। একটি মানুষ যতই মেধাবী বা নীতিবান হোক না কেন, যদি তার হাতে টাকা না থাকে, তবে সে সমাজে অবমূল্যায়নের শিকার হয়। অর্থের অভাবে অনেক প্রতিভা নষ্ট হয়ে যায়, অনেক স্বপ্ন অধরাই থেকে যায়। অন্যদিকে, যার হাতে অর্থ আছে, সে সহজেই নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে। শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, বিনোদন এমনকি একটি সম্মানজনক জীবন—সবকিছুতেই টাকার প্রয়োজন অনস্বীকার্য। বিপদের সময় টাকা মানুষের সবচেয়ে বড় সহায়। অসুস্থ হলে উন্নত চিকিৎসা, বন্যা বা দুর্যোগে নিরাপদ আশ্রয়, এমনকি প্রাকৃতিক দূর্যোগে টিকে থাকার জন্যও টাকার প্রয়োজন। এছাড়া পরিবারের জন্য ভালো জীবনমান নিশ্চিত করতে, সন্তানদের ভবিষ্যৎ গড়তে ও নিজেকে আত্মনির্ভরশীল করতে টাকা অপরিহার্য। একটি দেশ ও জাতির উন্নয়নও নির্ভর করে তাদের অর্থনৈতিক সক্ষমতার উপর। তবে অর্থের গুরুত্ব যতই হোক, এটিকে জীবন ও নৈতিকতার ওপরে স্থান দেওয়া উচিত নয়। টাকা উপার্জন হোক ন্যায্য পথে, আর ব্যয় হোক সুচিন্তিতভাবে। কারণ, টাকা যেমন জীবন গড়ে, তেমনি অপব্যবহারে জীবন ধ্বংসও করতে পারে। জীবনে টাকার গুরুত্ব অপরিসীম। আজকের বাস্তবতায় টাকা ছাড়া উন্নত ও মর্যাদাপূর্ণ জীবন কল্পনাই করা যায় না। তাই টাকার যথাযথ মূল্য বুঝে, পরিশ্রম ও সততার মাধ্যমে অর্থ উপার্জন করাই আমাদের কর্তব্য। টাকা জীবনের চালক নয়! সহযাত্রী এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। জীবনে টাকার গুরুত্ব অনেক, তবে অর্থ উপার্জনের পেছনে ছুটতে গিয়ে যেন আমরা মানবিক মূল্যবোধ ভুলে না যাই। টাকা জীবনের সব নয়, তবে টাকার অভাব জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই ভারসাম্যপূর্ণ জীবন গড়ার জন্য টাকার যথাযথ ব্যবহার ও গুরুত্ব বোঝা জরুরি।
Follow Us Google News
View (799) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now