Public | 10-Jun-2025

২০০ বছর পুরনো একটি কনডম পেয়েছে নেদারল্যান্ড!

২০০ বছর পুরনো একটি কনডম পেয়েছে নেদারল্যান্ড!
নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে অবস্থিত রেইক্সমিউজিয়ামে স্থান পেয়েছে ২০০ বছর পুরনো একটি কনডম। এটি তৈরি হয়েছে ভেড়ার অন্ত্র দিয়ে। এর উপর এরোটিক চিত্রকর্ম রয়েছে। আনুমানিক ১৮৩০ সালের দিকে এটি তৈরি।

কনডমটি সম্ভবত ফ্রান্সের কোনো পতিতালয়ের ছিল, বিশেষ করে প্যারিসে। এতে খোদাই করা রয়েছে একটি রগরগে চিত্র: অর্ধনগ্ন এক সন্ন্যাসিনী আঙুল তুলে দেখাচ্ছেন তিনজন ধর্মযাজকের উত্থিত যৌনাঙ্গের দিকে। পাশে লেখা আছে: "Voila, mon choix" অর্থাৎ "এই তো, এটাই আমার পছন্দ। এটি গত নভেম্বর মাসে হারলেমের এক নিলামে ১,০০০ ইউরোতে কেনা হয়। 

ভালকানাইজড রাবার আবিষ্কারের আগে, ১৮৩৯ সালের আগপর্যন্ত, কনডম তৈরি হতো লিনেন কাপড়, পশুর অন্ত্র বা এমনকি কচ্ছপের খোলস দিয়েও। এগুলোর কার্যকারিতা ছিল সীমিত; না যৌনরোগ প্রতিরোধে, না গর্ভধারণ রোধে। তবুও, এগুলোই তখন ইউরোপের মানুষজন ব্যবহার করত।
Follow Us Google News
View (31,126) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box