Public | 05-May-2024

বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি কিন্তু কেন?

বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি কিন্তু কেন?
বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি! এরা বৈশাখের এ ৪১ ডিগ্রি ঠাডা পড়া রোদের মধ্যে গাছ লাগাতে চায়। অথচ এখন গাছ লাগালে একটা গাছ ও বাঁচবে না। 

আর ২ মাস পর যখন বর্ষাকাল শুরু হবে তখন এরা  সবাই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে। কারণ ততদিনে আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে। 

তাহলে করনীয় কি? 
করনীয় হচ্ছে সময়ের কাজ সময়ে করতে হবে। এখন প্লানিং করবেন কোথায় গাছ লাগাবেন আর কোথা থেকে কিনবেন ইত্যাদি। কিছুদিন পর যখন বর্ষা শুরু হবে তখন সবাই এক যোগে গাছ লাগানো শুরু করবেন। 

সময়ের কাজ সময়ে করুন। গাছ লাগান তাপমাত্রা কমান, পরিবেশ বাঁচান। ?
Follow Us Google News
View (91,440) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box