সেহরিতে বউ গরুর মাংস আর সবজি করছে

সেহরিতে বউ গরুর মাংস আর সবজি করছে। স্বামী সুন্দর করে গরু দিয়ে খেয়ে উঠে গেছে। বউঃ- তোমাকে জীবনেও ভালো জিনিস খাওয়াইতে পারলাম না, একটু সবজি খাওয়া যেতোনা? স্বামি:- জামাইরা এমনই। ভালো জিনিসটা রেখে দেয় স্ত্রী সন্তানদের জন্য। তোমরা সবজি খেয়ে ভালো থেকো। আমি না হয় খারাপ খাবার দিয়ে জীবন চালিয়ে নিব।