এক বিবাহিত নারীকে বিয়ে করেছে সালমান মুক্তাদির
এক বিবাহিত নারীকে বিয়ে করেছে সালমান মুক্তাদির। যার আগে থেকেই দুটো বেবি আছে! অনেকে এটার কট্টর সমালোচনায় মেতেছেন।
প্রথমঃ মুক্তাদির যদি সুখী থাকে সেই মেয়েকে বিয়ে করে, এখানে আমার আপনার মাথাব্যাথার কি আছে? সে কাকে বিয়ে করবে সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়!
দ্বিতীয়তঃ ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ীও কোনো নিষেধাজ্ঞা নেই। মুক্তাদির এক প্রকার একটা ভেঙে যাওয়া হৃদয়কে আবার পূর্ণতা ফিরিয়ে দিয়েছে। অথচ, সে চাইলে কোনো প্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে পারতো। চারপাশের সমালোচক আর মাঝে মাঝে সমাজের চোখে আঙুল দেখিয়ে এভাবেই যেতে হবে বহুদূর!
এখন বলতে পারেন, সালমান নিজেই তো ইসলামিক ভাবে চলাফেরা করে না! হ্যাঁ সেটা ঠিক, কিন্তু সৃষ্টিকর্তা (মহান আল্লাহ্) বলছেন মানুষের হেদায়েত হয়।
আর হ্যাঁ যাকে বিয়ে করেছে এক বিবাহিত নারীকে বিয়ে করেছে সালমান মুক্তাদির, সেই মেয়েটা ডিভোর্সি!
পরিশেষে, সালমান মুক্তাদির এর বৈবাহিক জীবনের জন্য অনেক শুভকামনা। সুন্দর হোক তাদের একসাথে আগামী দিনের পথচলা।
#salman #disha #Jimvaixoss
#Congratulations #tribute #salmandisha
Follow Us Google News