জীবন এক অথই সাগরের নাম

জীবন এক অথই সাগরের নাম। এই সাগরে দিনের বেলা জোয়ার চলে তো রাতের বেলা ভাটা। এই উত্তাল সাগরে যেকোনো সময় বাঁচা-মরণের খেলা শুরু হয়। সুদক্ষ নাবিক ছাড়া কেউ সহজে টিকতে পারে না। বাকিরা বাঁচে অর্ধ জীবিত আর অর্ধ মৃতের মত। উত্তাল সাগরের মাঝে আমরা প্রত্যেকেই যেন একেকজন অসহায় নাবিক। আহা জীবন, শিখতে শিখতেই আমাদের জীবন চলে যায়। যাপন করার সময় আর হয়ে ওঠে না।🙂