যাদের বাবা বিদেশে আছে তাদের কে নিয়ে কিছু কথা

বিদেশে বাবা আছে বলে, অনেক ছেলে শার্টের বোতাম খোলা রেখে সারাদিন মোটরসাইকেল নিয়ে দৌড়ায় কারণ ওদের বাবা বিদেশে থাকে। আর প্রতি মাসে তাদের বাবা বিদেশ থেকে টাকা পাঠায়। ইচ্ছামতো তার বাবার পাঠানো টাকা খরচ করে। কিন্ত তারা তো যানেই না তার বাবা কত কষ্ট করে তাদের জন্য টাকা কামাই করে পাঠান।