মেয়ে হওয়া এতো সহজ ব্যাপার না
মেয়ে হওয়া এতো সহজ ব্যাপার না।
● জন্মের পরে নাক, কান ফোঁড়ানোর ব্যাথা সহ্য করতে হয়।
● প্রতি মাসে মাসে কেয়ামত সহ্য করতে হয়।
● একটু বড় হইলে হাজারটা বিয়ের প্রস্তাব রিজেক্ট করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয়।
● নিজের পরিবারকে ছাড়তে হয়।
● নিজের পরিবারকে ছেড়ে অন্য পরিবারে গিয়ে খুব কম সময়েই এডজাস্ট হতে হয়।
● সংসারের কাজ না জানলেও দিনশেষে কাজগুলো ঠিক-ই করতে হয়।
● মা হওয়ার কষ্টের কথা নাহয় না-ই বললাম। যেখানে একজন সাধারণ মানুষ ৪৫ ডেল ব্যাথা সহ্য করতে পারে সেখানে মা হওয়ার সময় এর চেয়ে অধিক ব্যাথা সহ্য করতে হয়!
মেয়ে হওয়া এতো সহজ ব্যাপার না।
মেয়েরা সব কিছু সহ্য করতে পারে।
মায়ের জাতেরা সব কিছু সহ্য করতে পারে। আল্লাহ তাদের সহ্য করার ক্ষমতা দিয়েই পাঠিয়েছেন। আর তারাই ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে!
Follow Us Google News