ধান্দাবাজ মানুষ কে, যে লক্ষণ দেখে চিনবেন!

ধান্দাবাজ মানুষেরা, মিষ্টি মিষ্টি কথা বলবে এবং মুখোরোচক বয়ান দিবে। ধান্দাবাজ লোকজন প্রায় সময়ই মানুষের আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে, ব্যবসা করতে চান। একজনের কথা গিয়ে, অন্যজনের কাছে বলবে তথা কুটনামি করবে। তেলবাজি এবং তোষামোদি করবে। চাটুকারিতার মাধ্যমে, অন্যের মন জয় করার চেষ্টা করবে। সুবিধা ভোগের উদ্দেশ্যে আপনার কাছে আসবে। কিন্তু সুবিধা আদায়ের পর পল্টি নিবে। আপনাকে অকারণে নজরদারি করতে চাইবে। আপনার অনধিকার খবরদারি করবে। ধান্দাবাজ লোকজন সাধারণত নিজের অজ্ঞতা ঢাকার জন্যে বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নিয়ে থাকে। ধান্দাবাজ লোকজন কখনো কখনো, আপনাকে উপঢৌকন দিয়ে চমকে দিবে। ধান্দাবাজ লোকজন তাদের বৃহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য কখনো কখনো, আপনার অতি আপনজন সাজার চেষ্টা করবে।
View (2280)
Like (8)