Public | 13-Apr-2025

মানুষের আচরণ কিসের উপর নির্ভর করে?

মানুষের আচরণ কিসের উপর নির্ভর করে?
মানুষের আচরণ যে সব বিষয়ের উপর নির্ভর করে তাই নিচে তুলে ধরা হল।

কোনো ঘটনা আপনার মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সেটা নির্ভর করে আপনি ঘটনাটিকে কীভাবে দেখছেন, কীভাবে ভাবছেন তার উপর।

একই তাপমাত্রায় ডিম শক্ত হয়, আলু নরম হয় এবং কফির বীজ গলে যায়। এ ক্ষেত্রে গরম পরিস্থিতি প্রধান ব্যাপার নয়, ব্যাপার হলো বস্তু তিনটির ভেতরের রাসায়নিক গুণাবলীর উপর তথা বৈশিষ্ট্যের উপর। ঠিক তেমনি, আপনি নিজেকে কী গুণাবলীতে গড়ে তুলেছেন, তার উপর নির্ভর করবে আপনার কথা, আপনার আচরণ, আপনার কর্মতৎপরতা।

একই পরিস্থিতিতে বা ঘটনায় কেউ খারাপ ব্যবহার করে, কেউ উত্তম আচরণ করে। একই সুবিধার মধ্যে থেকে কেউ ঘুষ খায়, কেউ সৎ থাকে। ক্ষমতা পেলে কেউ বিনয়ী হয়, কেউ উগ্র হয়। একই চাপের মধ্যে থেকে কেউ হতাশ হয়ে ভেঙে পড়ে, কেউ এগিয়ে যাবার শক্তি পায়।

পরিস্থিতি নয়—আপনি কোন গুণাবলীতে গড়ে উঠেছেন, সেটাই মুখ্য।

সুতরাং, ছোটবেলা থেকে ইতিবাচক পরিবেশে, সুন্দর আচরণে, সুন্দর কথায়, স্নেহ-মমতায় বেড়ে ওঠা শিশু বড়বেলায় সুন্দর আচরণ করে, বিনয়ী, মমতাময়, ক্ষমাশীল হয়। অন্যের কষ্টে ব্যথিত হয়, খারাপ কথা তাকে বললেও সুন্দর কথায় উত্তর দেয়।

একজন মানুষ তত সুন্দর, যত সুন্দর তার ব্যবহার।
Follow Us Google News
View (46,307) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box