Public | 04-Jul-2023

যে ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না!

যে ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না!
যে ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না তা হলো:-

০১) মাম্মি ডেডির ছেলে। যে এখনো "মা" "মা"-বাবা বাবা করে। আমার বাবা এই, আমার বাবা সেই বলে চাপাবাজি করে। লোক দেখায়। অথচ তার পড়নের আন্ডারওয়্যারটাও নিজের টাকায় কেনার মুরদ নাই। 

০২) মে মে - মিউ মিউ, লুতুর পুতুর করা ছেলে: যে ছেলে আপনাকে সারাক্ষণ pampering করে, তৈল মাখন দেয়, যাকে আপনি নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারেন, রাত বিরাতে ডাক দিলেই, আপনার ঘরের নিচে হাজির হয়, - এটা তার ভালবাসা প্রমান করেনা বরং এটা তার ব্যক্তিত্বহীনতা প্রমান করে যার  ইমোসনের উপর self control নেই। 

০৩) অলস ছেলে: যে ছেলে দেরী করে ঘুম থেকে উঠে, সারারাত জেগে আপনার সাথে কথা বলে, কথা বলার সময় হাই তুলে, নিজে কোনদিন ঘাম ঝড়িয়ে কাজ করে নি। পরিশ্রম করতে যে ভয় পায়, তাকে বিয়ে করা যাবে না। কারন সে কম বয়সে বুড়িয়ে যাবে। খারাপ পরিস্হিতিতে পড়লে শারীরিক দখল সামলাতে না পেরে মানসিকভাবে ও ভেঙে পড়বে। রাসুল (সাঃ) পরিশ্রমী মানুষকে বিয়ে করতে বলেছেন। 

০৪) মান্জা মারা ছেলে: পরিস্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকা, আর সুচী ভাই রুপী মান্জা মেরে থাকা দুটি দুই জিনিস। মার্ক জুকারবার্গ স্যুট পড়ায়, নিজে জিন্স টিশার্ট পড়ে।যে সব ছেলে সবসময় মেয়েদের মতো সাজগোজ করে, এসব মেয়েলী স্বভাবের ছেলেকে বিয়ে করা যাবে না। 

০৫) হারামে বেড়ে উঠা ছেলে: যে ছেলের রক্ত মাংস গড়ে উঠেছে হারাম পয়সায়, তাকে বিয়ে করা যাবে না। যদি তার বাবা ঘুষখোর, দুর্নীতিবাজ হয়, ঐ রকম মানুষের সন্তানকে বিয়ে করা যাবে না। হারামে গড়ে উঠা রক্তের মানুষ কখনো হালাল সম্পর্ক, সুখের - শান্তির সম্পর্ক দিয়ে পরিবার গঠন করবে না। 

০৬) মা কারবারী পরিবারের সন্তান: যে ছেলের মা, তার বাবাকে শাসন করে বা মা বাবার চাইতে বেশী আয় করে, সে ছেলেকে বিয়ে করা যাবে না। কারন, যে ছেলে বাবার অপমান দেখে দেখে বড় হয়েছে, তার আত্নসম্মানবোধের  ঘাটতি থাকবে। 

০৭) ধর্মীয় ঙ্গানহীন , কুচরিত্রের অধিকারী: ছেলেকে বিয়ে করা যাবে না। very cute, dashing, play boy মার্কা ছেলেকে বিয়ে করা যাবেনা। কারন, বিয়ের একবছর পরেই, সে আপনাকে বলবে ঘরের ডাল ভাত, আপনি যতই সুন্দরী হোন না কেন?

এই ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না।
Follow Us Google News
View (16,694) | Like (2) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform