Public | 14-Jun-2024

বিয়ে আর প্রেমের মধ্যে পার্থক্য কি?

বিয়ে আর প্রেমের মধ্যে পার্থক্য কি?
বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার।
প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন।

আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে, একই রেস্ট্রিকশনে, একই পরিবেশে বড় হওয়া ভাইবোন নন।

টোটালি ডিফরেন্ট জীবনদর্শনের দুজন মানুষ! 
আপনাদের পরিবেশ, মানসিকতা সব আলাদা। এটা মেনে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে। একসাথে বড় হওয়া ভাইবোন কি পরিমাণে ঝগড়া করে, সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন, ইটস টোটালি আপ টু ইউ।

প্রেমের সময় দুজন সারারাত ভেবে, অপেক্ষা শেষে কাবার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে, তৈরী হয়ে, বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন, যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন।

বিয়ে তা নয়!
বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস! 
বিয়েতে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ।
সন্ধ্যার অফিস-ফেরত ক্লান্ত ঘর্মাক্ত শার্ট।
একটা উলটো করে রাখা শু, তার পাশেই পরে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা। বিছানায় ভেজা তোয়ালে। রাতের ভারী নিঃশ্বাসের শব্দ, কখনো কখনো নাকডাকা। সকালের ঘুমভাঙা ব্রাশ না করা বাসী মুখের বাসী চুমু। বাসায় পরে থাকা পুরোনো, ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফোর্টেবল গেঞ্জি, হাফপ্যান্ট কিংবা ম্যাক্সিটা। বিয়ে মানেই হাজার নোংরা জিনিস! 

কোথায় যেন পড়েছিলাম-
পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী-স্ত্রীর মধ্যে। 
এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী-স্ত্রীর মধ্যে।

এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে হয়ত খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকতো। কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মত মধুর সম্পর্ক আর নেই।বিয়ে করার আগে, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।

ঠিক তেমনি, বিয়ে ভাঙার আগেও, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।
সহমত হলে শেয়ার করুন।
Follow Us Google News
View (94,948) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform