Public | 25-May-2022

জীবনকে সহজ করার উপায়!

জীবনকে সহজ করার উপায়!
জীবনকে সহজ করার উপায় নিন্মে উপস্থাপন করা হল।

• বন্ধু কম থাকা ভালো।
• বন্ধুত্তের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না। Be less friendly.
• কেউ পাত্তা না দিলে অযথা তার পিছনে দৌড়ানোর দরকার নেই।
• নিজের চারপাশের সব কিছুর ব্যাপারে নাক গলানোর দরকার নেই।
• যথা সম্ভব কম কথা বলার চেষ্টা করতে হবে।
অতিরিক্ত চিন্তা করা যাবে না।
• অন্য ব্যক্তির হাতে নিজের ব্যক্তিত্বকে তুলে দিবেন না। 
• কুকুর হয়ে দীর্ঘ সময় বাঁচার তুলনায় সিংহ হয়ে একদিন বাঁচা অনেক ভালো।
• ছোট ছোট জিনিসের মাঝে সুখ খুজতে হবে।
• ব্যর্থতা খারাপ কিছু নয়।
• বুঝতে হবে কোন কিছু অর্জন করা বাধ্যতামূলক নয়। 
• অতিরিক্ত ভালো হবার কোন দরকার নেই।
• নিজেকে যথা সম্ভব শান্ত রেখে জীবন যাপন করুন।
• অন্যদের কাছ থেকে মতামত নেন এবং নিজের মত সিদ্ধান্ত নেন।

সুতরাং এই ছিল জীবনকে সহজ করার উপায়!
Follow Us Google News
View (9,722) | Like (5) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform