Public | 09-Nov-2024

স্বপ্ন সুপার শপের ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস।

স্বপ্ন সুপার শপের ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস।
স্বপ্ন সুপার শপের এই অফারটা নিয়ে অনেকের নেতিবাচক মন্তব্য দেখছি। ব্রেনওয়াশ, বাটপারি হাবিজাবি। আমার কয়েকটা প্রশ্ন রেখে যাচ্ছি তাদের উদ্দেশ্যে....

✓২০০ গ্রাম মাংস কোনও কসাই বিক্রি করবে? যদি করেও কতটুকু লজ্জা আপনাকে দিবে আর কতক্ষণ অপেক্ষা করিয়ে দিবে সে ধারণা আছে? 

✓ ১ কেজি মাংস কোন কসাই থেকে কিনলে কতগ্রাম হাড় বা চর্বি দেয় সেই আইডিয়া আছে?

✓ এত সুন্দর প্যাকেজিং এর কোনও খরচ নাই? 

✓ ১ কেজিতে যতটুকু হাড় চর্বি দেওয়া যায় ২০০ গ্রামেও কি সেভাবে আনুপাতিকভাবে দেওয়া সম্ভব? 

✓ইউনিট ছোট হলে বাংলাদেশের কোন জিনিসটার দাম বাড়েনা বলেন তো?  ৫ লিটার পানি ৮০ টাকা আর হাফ লিটার পানি ২০ টাকা!

এইটার কিছু এডভান্টেজ এর কথা বলি।

১। এটা দিয়ে দুইজন ব্যাচেলর খুব ভালভাবে তৃপ্তি করে একবেলা খেতে পারবে। ব্যাচেলরদের কাছে গরু খাওয়া খুবই টাফ বর্তমানে। 

২। আপনারা হয়তো অনেক ধনী তাই জানেনও না কত দিনমজুর মাসের পর মাস তার বাচ্চার মুখে এক টুকরো গরুর মাংস তুলে দিতে পারেনা। এটা হলে অন্তত তা পারবে অনেকেই।

৩৷ এই অল্প ইউনিটে বিক্রির ট্রেন্ড যদি একবার বাংলাদেশে চালু হয় আশা করি আরও অনেক কিছুতেই হবে যার সুফল ধনী আর ধনীর দুলালরা না বুঝলেও মধ্যবিত্ত আর গরীবেরা খুবই উপকৃত হবে। 

এবার কিছু যুক্তিখন্ডন

১৷ অনেকেই বলেছেন নকল গরুর মাংস কিনা, বাসী মাংস কিনা এসব। স্বপ্ন অনেক সুনাম কুড়িয়েছে অলরেডি। তার কাস্টমাররাও এলিট। তাই আমার মনে হয়না ১৬০ টাকার গরিব কাস্টমারদের ঠকাতে গিয়ে তারা এতদিনের সুনাম হারাবে। আর তাছাড়া তারা মাংস ফ্রিজিং করবে এটা স্বাভাবিক।  বাংলাদশের ৫০% মানুষ কুরবানির মাংস অন্তত পরবর্তী ৩ মাস ফ্রিজে রেখে খায়।

২। অনেকে হিসাব করে দেখিয়েছেন স্বপ্নের ৫ থেকে ১৫ টাকা লাভ থাকে এই প্যাকেজে৷ তা ভাই প্যাকেজিং এর খরচ, আলুর খোসার ওজন, খাওয়ার অযোগ্য হাড় চর্বির খরচ ধরে হিসেব করেছেন? এসির বাতাসে কেনাকাটার খরচটাও এড করিয়েন। 

মন্তব্য: স্বল্প আয়ের মানুষ ছাড়া এই প্যাকেজের মাহাত্ম্য সবাই ভাল বুঝবে না!
Follow Us Google News
View (102,680) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform