FewLook.Com
Few Look

Install FewLook Android Application

Active. Public.
কারো জন্য নয়!🤗
নিজের জন্য পারফেক্ট হও।♥️
View (6292) Like (0)
Inactive. Public.
•> বিয়ে কার্ড এ লেখা ছিল.!😜
•> গাঁজা খুর দের আসা নিষেধ.!😕
•> তাই বর ও আসে নাই.!😆
View (6441) Like (4)
Inactive. Public.
আমি যেটা মন থেকে চাই.!
সেটা কখনোই পাই না.!
View (6176) Like (4)
Inactive. Public.
মা তুমি ঠিকই বলছিলে.!🙄
দুনিয়ার মানুষ গুলো বড্ড স্বার্থপর.!😒
View (6200) Like (1)
Inactive. Public.
এক জন কে জিজ্ঞেস করলাম.!
তুমি কি রোজা.?

সে বললো আমি রোজা না.!
আমি রোজার বোন আফরোজা.!
View (6673) Like (5)
Active. Public.
যে অল্প কথায় অনূভুতি বুঝে না! তাকে রচনা লিখে দিলেও বুঝবে না।
View (6008) Like (0)
Active. Public.
যারা খোঁজেনি তারাই নিখোঁজ রটিয়েছে.!🦋
যারা খুঁজেছে তারা পেয়েছে আমায়.!🦋
View (5969) Like (0)
Inactive. Public.
যে চলে যায়.!
সে ফিরে আসার জন্য যায় না.!
আর যে ফিরে আসে.!
সে আর আগের মতো থাকে না.!
View (6569) Like (5)
Active. Public.
এক চোখে অপেক্ষা,
অন্য চোখে শূন্যতা!
তবুও বিশ্বাস রাখি,
একদিন তুমি আমার হবে!
View (5319) Like (0)
Active. Public.
যে চেষ্টা চালিয়ে যেতে থাকে,
সে একদিন পেরে উঠে।
View (6356) Like (2)
Active. Public.
♣ আন্টি দেখেন.!
♣ আপনার ছেলে.!
♣ পড়াশোনা বাদ দিয়ে.!
♣ আমার পোস্ট পড়তাছে.!
View (5566) Like (2)
Inactive. Public.
একাকিত্ব, হতাশা, ডিপ্রেশনে নিশ্বাস যখন ভারী হয়ে আসে। তখন নিজেকে বলুন...
❝হাসবুনালাহু ওয়া নি'মাল ওয়াকিল❞
❝আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!❞
View (7615) Like (1)
Active. Public.
শূন্য শূন্য লাগে তুমি বিহনে!🫣
View (5176) Like (1)
Active. Public.
- যদি পড়ো নামাজ,❤
- সুন্দর হবে সমাজ।☺

- যদি পড়ো কুরআন,😘
- শক্ত হবে ঈমান।😍
View (6850) Like (5)
Active. Public.
দূর থেকে দেখা ছাড়া আর কোন অধিকার নেই! সত্যি, না পাওয়া জিনিসগুলোর প্রতি  একটু বেশিই মায়া লাগে!!
View (5761) Like (1)
Inactive. Public.
ভালোবাসা সুন্দর.!🤗
যদি সেটা হয়.!😉
সঠিক মানুষের সাথে.!☺️
View (6636) Like (3)
Inactive. Public.
- পরিস্থিতি যেমনই হোক!
- যে সত্যিকারের ভালোবাসে,
- সে কখনো ছেড়ে যায় না।
View (6547) Like (0)
Inactive. Public.
- আমারে না পাইলে...🤔
- একদিন কানবা.!😪

- আর পেয়ে গেলে...🤔
- সারা জীবন কানবা.!🙃
View (6600) Like (4)
Inactive. Public.
ছোট্ট একটা জীবনে!
কতো কিছুই না ঘটে!
একই আকাশের নিচে!
কেহ হাসে আবার কেহ কাঁদে!
View (5509) Like (1)
Inactive. Public.
আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান,
যখন জানবেন কেউ আপনাকে,
অসম্ভব ভালোবাসে.!
View (6597) Like (4)
Inactive. Public.
Real Love Naver Die.
-Weber Shuvo
View (7324) Like (11)
Active. Public.
মানুষ সৌন্দর্যের পূজারী।
চেতনায় যদিও বলে!
রূপ নয় গুণই সব।
অবচেতন মনে ঠিকই বলে,
আগে দর্শনদারী পরে গুণ বিচারী!
View (6693) Like (2)
Inactive. Public.
প্রতিটা স্বঁপ্নই রঙিন হয়.!
শুধু বাস্তবতা গুলো সাদা কালো হয়.!
View (5471) Like (2)
Inactive. Public.
সবাই ছেড়ে যায় না।
আর যারা যায়,
তারা কখনও
আপনার ছিলো না।
View (6062) Like (1)
Inactive. Public.
কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করে কম!🤗
কিন্তু তাদের মধ্যে থাকে আকাশ সমান ভালোবাসা।😍
View (5390) Like (0)
Inactive. Public.
স্বপ্নের শহরে সবাই খুশি,
কিন্তু বাস্তবতা তার বিপরীত মুখী!
View (6596) Like (2)
Inactive. Public.
তুমি অপরের যত ক্ষতি চাইবে,
তার চেয়ে বেশী তুমি নিজেই
ক্ষতির সম্মুখীন হইবে।
View (5488) Like (0)
Inactive. Public.
ভাগ্যের কাছে নয়.!
কখনো কখনো মানুষ.!
বিশ্বাসের কাছে হেরে যায়.!
View (6594) Like (6)
Inactive. Public.
মানুষ ফুলের মতো নরম হয়ে পৃথিবীতে আসে!🤗
বাস্তবতা পুড়িয়ে ইটের মতো শক্ত বানিয়ে দেয়!🌸
View (5561) Like (0)
Inactive. Public.
ডিপ্রেশনে থাকা মানুষটাও হাসতে পারে!
তবে সেই হাসির ব্যাখ্যা দিতে পারে নাহ!
View (6526) Like (1)
Active. Public.
মায়া এক অদ্ভুত জিনিস 
না দেয় ভুলে থাকতে,না দেয় ভালো থাকতে
View (6739) Like (4)
Inactive. Public.
ভালোবাসা বলতে আমি তোমাকেই বুঝি!🥰
তাই তো দিন শেষে তোমাকেই খুজি প্রিয়।🤗
View (5485) Like (1)
Inactive. Public.
_যাকে ভয় করি🤔
____তার নাম হাশর।💖

_যাকে ভালোবাসি😍
____তার নাম আল-কোরআন।🌺
View (6586) Like (6)
Inactive. Public.
তুমি যেখানে খুশি!
সেখানে আমি তোমাকে!
সমর্থন করবো!
View (5457) Like (2)
Inactive. Public.
♡ দুরত্ব মানুষ কে.!ツ
♡ আলাদা করে না.!ツ

♡ কিন্তু অবহেলা মানুষ কে.!ツ
♡ আলাদা করে.!ツ
View (6472) Like (3)
Active. Public.
ছেড়ে যাওয়া শহরে.!🌸
ধরে রাখার একটা মানুষ হোক.!🌸
হোক না সে যেমন তেমন.!🌸
গড়ে নেবো মনের মতন.!🌸
View (7525) Like (1)
Active. Public.
পুরুষ তার শখের নারীকে,🤗
অসম্ভব রকম যত্ন করে!😍
View (6734) Like (1)
Active. Public.
আসুন এই ঈদে সব অহংকার ভুলে মন খুলে আমাকে সালামি দিন!☺️
View (5554) Like (1)
Active. Public.
আমার শশুর বাড়িটা.!
কেও যদি দেখিয়ে দিতো.!
অনেক উপকার হতো.!
আর কি.!😩
View (889) Like (0)
Active. Public.
আমার স্বপ্ন গুলো কাছিমের মতো.!
গুটি গুটি পায়ে এগিয়ে যায়.!
View (7952) Like (2)
Active. Public.
ভাবনার নীল আকাশে উড়ে যায় ইচ্ছেঘুড়ি!
নাটাই হাতে ছুটছে রঙিন সুতোর ফুলঝুরি!
View (5361) Like (0)
Active. Public.
খুব বেশি প্রয়োজন তোমাকে প্রিয়। শুধু একটি বার হাতটা সক্ত করে ধরো।তোমাকে হতে দিব না আর কারো।
View (6564) Like (2)
Inactive. Public.
রাগের মাথায় অনেক কিছু বলে ফেলা মানুষটাই!
রাগ শেষে অনেক বেশি কষ্ট পায়।
View (6038) Like (1)
Inactive. Public.
আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে।
(সূরা আদ-দোহা, আয়াত ৪)
View (6559) Like (3)
Inactive. Public.
~● একটা বউ পেলে.!🙈
~● কোলবালিস বিক্রি করে দিতাম.!😌
View (6379) Like (3)
Active. Public.
শরীরের সবচেয়ে দামী জায়গা হচ্ছে হৃদয়.!
যেখানে থাকার যোগ্যতা.!
সবার থাকে না.!
View (5257) Like (0)
Inactive. Public.
জীবন সঙ্গী হিসাবে তাকেই চাই.!
যার কাছে আমি.!
তার একমাত্র অপশন.!
View (6134) Like (1)
Inactive. Public.
কিসের এতো অহংকার।
মরে গেলে না থাকবে তোমার রুপ।
না থাকবে তোমার টাকা পয়সা।
না থাকবে তোমার দাপট।
না থাকবে তোমার বন্ধু বান্ধব।
থাকবে তোমার ইমান আর আমল।
View (6605) Like (4)
Inactive. Public.
তার খোঁজে দিশেহারা হয়েছি আমি।🧚
অচেনা পথ ধরে আঁধারে নামি,🙃
যত ভাবি ভুলে যাবো ততো বেশি মনে পরে।🥺
View (6785) Like (6)
Inactive. Public.
রোজা রাখলে শরীরের ওজন কমে না বরং পাপের ওজন কমে।🤲
(সুবহানাল্লাহ)🌺💘
View (5465) Like (1)
Active. Public.
আমি ওতো টা সুন্দর না.!😊
যতোটা সুন্দর হলে.!
কেউ আমার প্রতি আসক্ত হবে.!🙃
View (5752) Like (0)
Inactive. Public.
আজ জানিনা তুমি কোথায় আছো.!
চাইলেও হয়তো তোমাকে.!
খুঁজে পাবো না.!
যেখানেই থাকো না কেনো.!
ভাল থেকো সুখে থেকো.!
View (6514) Like (5)
Inactive. Public.
জীবন থেমে থাকে না.!
লড়াই করে চালিয়ে যাওয়ার নামই জীবন.!
View (6362) Like (1)
Inactive. Public.
আল্লাহ নসিবে অনেক কিছুই রেখেছে!
প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাবো!
View (6284) Like (6)
Active. Public.
•> জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে.!
•> যার উত্তর কখনও মিলেনা.!
•> কিছু কিছু ভুল থাকে.!
•> যা শোধরানো যায়না.!
•> আর কিছু কিছু কষ্ট থাকে.!
•> যা কাউকে বলা যায়না.!
View (6823) Like (3)
Active. Public.
❑ কেউ গুরুত্ব না দিলে!
❑ আমি হাজার গুন দূরত্ব বাড়িয়ে! ❑ চলে আসি!🥱
View (4793) Like (1)
Inactive. Public.
পুরুষ মানুষের কোন পরিবার হয়না! কোন আপনজন হয় না!
টাকা ছাড়া কোনো পরিচয় ও হয়না!
View (5947) Like (1)
Active. Public.
❝কল্পনা শক্তিসম্পন্ন মানুষ কখনো নিঃসঙ্গ হতে পারেনা!❞
—হুমায়ূন আহমেদ (তন্দ্রাবিলাস)
View (6555) Like (6)
Active. Public.
আজকে বাবু বলে ডাকা মেয়েটাও, 
কাল তোমাকে...
বোকাচোদা বলে চলে যাবে।
View (6309) Like (7)
Inactive. Public.
পুরুষ মানে,
শখ বিহীন মানুষ। 
পুরুষ মানে,
জল বিহীন চোখ।
পুরুষ মানে,
রং বিহীন মন।
View (6575) Like (6)
Inactive. Public.
Life শুরু থেকে কে ছিলো,
সেটা Important না।

শেষ পর্যন্ত কে থাকবে,
সেটা Important.
View (6179) Like (1)
Inactive. Public.
জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই!
লাশের প্রশংসা তো শত্রুরাও করে!
View (4951) Like (0)
Inactive. Public.
দুঃখ আর কষ্ট কোনো বেপার নাহ!
জীবনে হাসি খুশি থাকা টাই! 
সবচেয়ে বড় বেপার!
View (5599) Like (0)
Active. Public.
স্ত্রী: গলাটা শুকিয়ে গেছে একটু পানি কিনে আনো।
স্বামী: বিরিয়ানি খাবা?
স্ত্রী: আহ! বিরিয়ানির কথা শুনে মুখে পানি এসে গেল!
স্বামী: তাহলে সেই পানি খেয়ে গলা ভিজিয়ে নাও অযথা টাকা খরচ করার অভ্যা
View (6403) Like (2)
Active. Public.
মানুষ কল্পনায় যা ভাবে.!🤗
বাস্তবে তা হলে.!❤️
জীবন কতো সুন্দর হতো।😍
View (5289) Like (0)
Inactive. Public.
এই পৃথিবীতে সম্পর্ক বলতে কিছুই নেই! শূন্য পকেটে পৃথিবী ভয়ানক।
View (5770) Like (2)
Inactive. Public.
শিক্ষা যদি হয় জাতীয় মেরুদন্ড,
তাহলে কোরআন মুসলমানদের হৃদপিণ্ড।
(আলহামদুলিল্লাহ)
View (5626) Like (0)
Inactive. Public.
ভালো থেকো,
কথাটির মাঝে লুকিয়ে থাকে
এক আকাশ সমান অভিমান!
View (6668) Like (4)
Active. Public.
পাবো না জেনোও!
তাকে ভালোবেসে যাওয়া টাই!
হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা!💞
View (5834) Like (1)
Inactive. Public.
অনুভুতির কাছে মানুষ অসহায়.!
View (6427) Like (3)
Active. Public.
༄ না আমি কারো নেশায় আসক্ত.!
༄ আর না কারো কাছে বিষাক্ত.!
༄ আমার শহরে আমি একাই যথেষ্ট.!
View (6071) Like (0)
Inactive. Public.
মুখের বলা কথা তো,
সবাই বুঝতে পারে!
ভালোবাসার মানুষ তো,
নিরবতার ভাষা বুঝার ক্ষমতা রাখে!
View (6227) Like (0)
Inactive. Public.
বিশ্বাস করো.!
যে মানুষ গুলো বলে.!

কোনো দিন ছেড়ে যাবো না.!
সেই মানুষ গুলোই.!
️সবার আগে ️হারিয়ে যায়.!

হোক সে বন্ধু.!
না হয় ভালোবাসার মানুষ.!
View (6024) Like (2)
Active. Public.
কার কাছে আমি কেমন.!
আমি মনে করি.!
যার মানসিকতা যেমন.!
তার কাছে আমি তেমন.!
View (5732) Like (0)
Active. Public.
শুধু এলার্জি থাকলেই চুলকায় না!
অন্যের ভালো দেখলেও
কিছু মানুষের চুলকায়।
View (5684) Like (1)
Active. Public.
নিজেকে কখনই,
অন্য কারো সাথে তুলনা করবেনা।

যদি তুমি তা করো,
তবে তুমি নিজেকেই অপমান করলে।
View (6152) Like (2)
Inactive. Public.
স্ত্রী আঙ্গুলের ইশারায় স্বামীকে ডাকলো.!
স্বামী কাছে এসে বললো.!
বলো কি হয়ছে.?

স্ত্রী বলল.!
কিছু না.!
জাস্ট আমার আঙ্গুলের.!
ক্ষ'মতা চেক করলাম.!
View (6681) Like (3)
Inactive. Public.
চাইলে কি সব পাওয়া যায়!
যদি ভাগ্য না থাকে!
View (6587) Like (2)
Inactive. Public.
আপনি আমাকে অবহেলা করছেন.!
কিন্তু খোঁজ নিয়ে দেখেন.!
কেউ না কেউ.!
আমাকে তার মোনাজাত এ চাই.!
View (5298) Like (1)
Inactive. Public.
- I wish বিয়েটা যেনো.!
- ভালোবাসার মানুষের সাথেই হয়.!
View (6436) Like (1)
Active. Public.
সবাই দিন দিন স্মার্ট সুন্দর হয়.!🥰
আর আমি দিন দিন ফকিন্নি টাইপ হই.!😕
View (525) Like (0)
Active. Public.
সব কিছু বলে বুঝানো যায় না! 
কিছু কিছু কথা,
অনুভবে বুঝে নিতে হয়।
View (5664) Like (0)
Inactive. Public.
- আমারও ইচ্ছে হয়.!
- কেউ আমাকে একটু বুঝুক.!
- আমার অনুপস্থিতিতে একটু হলেও খুঁজুক.!
View (6481) Like (2)
Inactive. Public.
༊ সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খোঁজে.!ღ۵
༊ ভালোবাসার মাঝে সৌন্দর্য খোঁজ.!ღ۵
View (6666) Like (7)
Active. Public.
বাবা নামক মানুষটা বট বৃক্ষের মতো,কোনো স্বার্থ ছাড়া ই ছায়া দিয়ে যায়!
View (7317) Like (8)
Inactive. Public.
টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়না!😊
অথচ, টাকার অভাবে ভালোবাসা মরে যায়!💔
View (5976) Like (1)
Inactive. Public.
কোনো অবস্থাতেই হাল ছেড়ো না। কারণ সময় যখন সবচেয়ে খারাপ! তখনই স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে।
View (6012) Like (2)
Inactive. Public.
নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলে দিন শেষে পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন কারো কাছে মূল্য পাবেন না।
View (6101) Like (0)
Inactive. Public.
যেদিন বুঝতে পারবে! সামান্য দশ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়! সেদিন থেকে আর কারোর পেশা নিয়ে, কেউ হাসাহাসি করবে না!
View (6071) Like (0)
Inactive. Public.
রাসূল (সঃ) বলেছেন,
যে ব্যক্তি খালেস অন্তরে আযানের জবাব দেয়,
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়!🌸

(মুসলিম :- ৩৮৫)
View (5810) Like (0)
Active. Public.
আমি চোখ বুজেই স্বপ্ন দেখেছি!
সেই স্বপ্নের আলোতে তোমায় পেয়েছি।
View (5971) Like (1)
Inactive. Public.
তোমার চেয়ে আর কোনো.!
ভয়াবহ নেশা আমাকে ছুঁতে পারেনি.!
View (6215) Like (1)
Active. Public.
চাইলেই যদি সব পাওয়া যেত!
তাহলে হয়তো পৃথিবীতে কোনো গল্পই,
অসমাপ্ত হয়ে থাকতো না।
View (5456) Like (2)
Inactive. Public.
কিছু সম্পর্ক আল্লাহ তা'য়ালা নষ্ট করে দেন,
যেনো জীবনটা নষ্ট না হয়।
View (6338) Like (3)
Active. Public.
জীবনে সমস্যার প্রয়োজন আছে! 
কারণ সমস্যা আছে বলেই!
সাফল্যের এতো স্বাদ!❤️
View (6436) Like (2)
Inactive. Public.
- কেউ ব্যস্ত নয়.!
- যার তোমাকে যতটা প্রয়োজন.!
- সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে.!
View (6540) Like (4)
Inactive. Public.
যেখানে মায়া বাড়িয়ে কোনো লাভ নেই!
সেখানে মায়া কাটাতে শিখতে হয়!
View (5391) Like (1)
Active. Public.
পরিস্থিতি আমাকে যে শিক্ষা দিয়েছে.!😒
ততো টা শিক্ষা.!🤗
আমি আমার পাঠ্যবই থেকেও পাই নি.!🤔
View (5992) Like (0)
Inactive. Public.
যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবেনা। হয়তবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে।
– হযরত আলী (রাঃ)
View (5295) Like (1)
Inactive. Public.
যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
আর যৌবন কালের ইবাদত,
স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
View (6767) Like (6)
See More