বাস্তব জীবনের কিছু মুল্যবান শিক্ষা নেওয়ার উপায়
বাস্তব জীবনের কিছু মুল্যবান শিক্ষা নেওয়ার উপায় নিন্মে উপস্থাপন করা হল।
এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। তাই খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।
স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল.....
এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও। সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়।
ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভাল করে পরীক্ষা করে বলল.....
বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে, এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে।
কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বলল.....
আপাতত এটা নিয়ে যাও। আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে।
আমি কোন ভাল খদ্দোর পেলেই যেন, তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার, তাই সারাদিন থাকবে।
পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো। সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করল।
অল্প কিছু দিনে ভাল শিক্ষার ফলে, দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। ছেলেটি খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ এর জন্য।
একদিন ছেলেটির কাকা বললো....
তোমার মাকে গিয়ে বলবে যে.....
এখন বাজারের অবস্থা বেশ ভালো। তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেয়। এখন এটা বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে।
ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে, এটা একটা নকল হীরের হার ছিল। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল।
কাকা জিজ্ঞেস করল.....
হারটি এনেছো?
ছেলেটি বলল..... না কাকা!
পরীক্ষা করে দেখলাম যে এটা একটা নকল হার।
সুতরাং আমরা এই গল্পের মাধ্যমে বাস্তব জীবনের কিছু মুল্যবান শিক্ষা নিতে পারি।
Follow Us Google News