FewLook.Com
Few Look
Active. Public.

যে সব কারনে ছোট্ট ব্যাপারে মেজাজ নস্ট হয়

যে সব কারনে ছোট্ট ব্যাপারে মেজাজ নস্ট হয় - FewLook
যে সব কারনে ছোট্ট ব্যাপারে মেজাজ নস্ট হয় তাই নিন্মে উপস্থাপন করা হল।

০১) খোঁচামার্কা কথা বললে।
০২) এক কথা বারবার বললে।
০৩) গোপনীয়তার বরখেলাপ করলে।
০৪) কথার ভেতর কথা বললে।
০৫) কুটনামি করলে।
০৬) লেনদেনে স্বচ্ছতা না থাকলে।
০৭) অযথা জ্ঞান দিতে আসলে।
০৮) কাউকে কল দেয়ার পর কল ব্যাক না করলে।
০৯) কথা দিয়েও সময় মত উপস্থিত না হতে পারলে।
১০) কোন কিছু না জেনেও সবজান্তার ভান ধরলে।
১১) অযথা কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে আসলে।
১২) কাজ সুন্দর ভাবে গুছিয়ে না করার কারনে।

সুতরাং এই সব কারনে ছোট্ট ব্যাপারে মেজাজ নস্ট হয়।
Follow Us Google News
View (2285) Like (3)
Comment Box