এমন কিছু ব্যাপার যা শুধু প্রোগ্রামারাই জানে

এমন কিছু ব্যাপার যা শুধু প্রোগ্রামারাই জানে সেই বিষয় গুলো নিন্মে উপস্থাপন করা হল। ০১) গণনা শুরু করতে হবে ০ থেকে ১ থেকে না। ০২) আপনারা হ্যাকিং যে সিন মুভিতে দেখেন, তা সম্পুর্ণ ভুয়া। ০৩) CTRL+C আর CTRL+V যে কি উপকারী জিনিস। ০৪) "।" এই জিনিসটা একদম ইউজলেজ না, এর একটা সুন্দর ব্যবহার প্রোগ্রামিং এ আছে ০৫) ";" (সেমিকোলনে) যে কি মূল্যবান ক্যারেক্টার, একটা সেমিকোলন না দিলে বসে থাকবেন সারারাত। ০৬) 1MBps আর 1Mbps ইন্টারনেট কানেকশন একই জিনিস না। ০৭) কম্পিউটারের রিফ্রেশ বাটনে এমন কোন জাদু নেই যে এটা আপনার মেশিনকে স্বাস্থ্যকর রাখবে। ০৮) কম্পিউটারের ০ আর ১ ছাড়া কিছুই বুঝে না। সুতরাং এই ছিল সেই ব্যাপার যা শুধু প্রোগ্রামারাই জানে।
View (1931)
Like (2)