যখন তুমি একা থাকতে শিখে যাবে
যখন তুমি একা থাকতে শিখে যাবে।
তখন তোমার কারো সাথেই মিশতে ইচ্ছে করবে না। কারো সাথেই কথা বলতে ইচ্ছে করবে না। কারো কথায় তোমার কিছু আসবে যাবেও না।
নিজের কষ্ট গুলো নিজের মধ্যেই রাখতে ইচ্ছে করবে কাউকে প্রকাশ করে হাসির পাত্র হতে চাইবে না।
নিজেকে ঘরের এক কোনে বদ্ধ করে রাখতে ইচ্ছে হবে।
কারো প্রতি তোমার কোনো অভিযোগ, অভিমান, প্রত্যাশা কিছুই থাকবে না।।কোনো আবেগ,অনুভূতি, ভালবাসা তোমার মনে আর দাগ টানতে পারবে না।
তোমার মাঝে তুমি এক জগৎ তৈরি করবে সেইখানে তুমি তোমাকে ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দিতে চাইবে না।
একাকিত্ব তোমাকে এতোটাই আপন করে নিবে যে, তুমি চাইলেও সেই জগৎ থেকে সহজে বের হবে পারবে না।
কারন সেই পরিবেশের সাথে নিজেকে নিজে খাপ খাইয়ে নিয়েছো।
মানে তুমি একা থাকতে শিখে গেছো।
Follow Us Google News