সংসারের খরচ কমানোর ১৫ উপায়
সংসারের খরচ কমানোর ১৫ উপায় গুলো নিন্মে উপস্থাপন করা হল হলো।
০১) বাইরের চা কফি বাদ।
০২) সাইকেলে বা হেঁটে কর্মস্থলে যাওয়া।
০৩) ব্র্যান্ডের পণ্য এড়িয়ে চলা।
০৪) বাসার খাবার খাওয়া।
০৫) গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা।
০৬) দামি জিনিসপত্র ব্যবহারে এড়িয়ে চলা।
০৭) খুচরো টাকা বা কয়েন সংগ্রহ করে রাখা।
০৮) পুরনো জিনিস বিক্রি করে টাকা সংগ্রহ করা।
০৯) অনলাইন সাবসক্রিপশন কমানো।
১০) ব্যয়বহুল ক্লিনিং পণ্যের ব্যবহার কমানো।
১১) বিলাসবহুল সৌন্দর্যপণ্য এড়িয়ে চলা।
১২) লেনদেন কার্ডে নয়, নগদ লেনদেন করুন।
১৩) সঞ্চয় নিয়ে কৃতজ্ঞ থাকা উচিত।
১৪) হিসাব করে বাজারের টাকা খরচ করা।
১৫) প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ না করা।
সুতরাং এই ছিল সংসারের খরচ কমানোর ১৫ উপায়।
Follow Us Google News