কখনো ভেবে দেখেছো?

কখনো ভেবে দেখেছো? ● তোমার সামান্য কথাবার্তাও কারো কমফোর্ট জোন হতে পারে! ● তোমার শব্দচয়ন এর কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে? ● কথা দিয়েই কাউকে আপন বানিয়ে ফেলা যায়! ● কথাবার্তার মাধ্যমেই মানসিক শান্তি দেওয়া যায়। ● কথাবার্তার মাধ্যমেই কাউকে যত্ন নেওয়া যায়! ● পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না, কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে তোমার কথার উষ্ণ শব্দ দিয়েও আগলে নিতে পারো, জড়িয়ে ধরতে পারো!😌 একটু ভেবে দেখেছো....?