FewLook.Com
Few Look
Active. Public.

সবার দ্বারা প্রেম হয় না যে কারনে

সবার দ্বারা প্রেম হয় না যে কারনে - FewLook
সবার দ্বারা প্রেম হয় না যে কারনে তাই নিন্মে উপস্থাপন করা হল।

মাত্রাতিরিক্ত ইগো প্রেম হওয়ার পেছনে প্রধান অন্তরায়। অতিরিক্ত রক্ষণশীলতা এবং গোঁড়ামির কারণে অনেকে প্রেম করতে ব্যর্থ হন।

মাত্রাতিরিক্ত লজ্জাবোধ প্রেমের পথে প্রধান বাধা।প্রেম করতে প্রয়োজন সৎ সাহস এবং আত্মবিশ্বাস, যেটি অনেকেরই থাকে না।

অনেকের চিন্তাভাবনা পশ্চাৎপদতা এবং সামন্ত্রতান্ত্রিকতা দিয়ে ঘেরা। তাদের চিন্তা-চেতনা অত্যন্ত সীমিত এবং সীমাবদ্ধ হয়ে পড়েছে।

অনেকের চিন্তাভাবনা ততটা রোমান্টিক নয় যে তারা প্রেম করবে। ধর্মীয় কারণে অনেকে প্রেমকে ভয় পান এবং মনে করেন যে এটি গর্হিত এবং নিষিদ্ধ জিনিস।

অনেকের চিন্তাভাবনা যথেষ্ট একরোখা এবং খুঁতখুঁতে স্বভাবের-কাজেই তারা প্রেম বন্ধনে আবদ্ধ হতে পারেন না।

সঙ্গত কারণেই তারা প্রেম বিরোধী। অনেকে আছে যারা অত্যন্ত আত্মমুখী এবং ক্যারিয়ার অরিয়েন্টেড।

তারা মনে করেন যে প্রেম করলে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা বিনষ্টের ঝুঁকি রয়েছে। 

অনেকে আছেন আত্মপ্রেমিক এবং নিজেরাই নিজেদের মধ্যে ডুবে থাকেন। তারা নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মনে করেন।

তাদের কোনো কিছুতেই কিছু যায় আসে না। সঙ্গত কারণেই তাদের দ্বারা প্রেম সম্ভব নয়।
Follow Us Google News
View (2970) Like (2)
Comment Box