Public | 31-Jan-2024

ভালো থাকার সহজ উপায় কি?

ভালো থাকা দুই ধরনের একটা শারীরিকভাবে ভাল থাকা আরেকটা মানসিকভাবে ভাল থাকা তো আপনি কিভাবে ভাল থাকতে চান তা নির্দিষ্ট করে বলেন নাই।তাই আমি ধরে নিচ্ছি আপনি মানসিকভাবে ভাল থাকার কথা বলছেন।

০১) মানসিকভাবে ভাল থাকতে হলে প্রথমে আপনাকে শারীরিকভাবে ভাল থাকতে হবে। কারন শরীর এবং মন একসাথে কাজ করে।

০২) কখনই নিজেকে অন্যের সাথে তুলনা করেবেন না। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন।

০৩) সবসময় পজেটিভ থাকবেন।

০৪) পরিবারের সাথে সময় কাটাবেন।

০৫) আপনার পছন্দের কাজটা প্রতিদিন করবেন।

০৬) বন্ধু নির্বাচনে সর্তক হন। ভাল বন্ধু আপনাকে ভাল রাখবে।

০৭) আপনার ধর্ম অনুসারে প্রার্থনা করুন।

০৮) নিজের চরকায় তেল দিন। এবং সময় অপচয় করবেন না।

০৯) কখনো লোভ, অহংকার, হিংসা করবেন না ভুলেও না।

১০) রাগ করবেন না বরং ধৈর্য ধারন করবেন।
ঋণ করবেন না বরং সঞ্চয়ী হন।

১১) একটা লক্ষ নির্ধারন করুন এবং বিরতিহীনভাবে কাজ করে যান।

আপাতত এই কয়টা চর্চা করলেই আসা করি ভাল থাকতে পারবেন।
Follow Us Google News
View (20,406) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box