FewLook.Com
Few Look
Active. Public.

ফকির এবং কুকুর এর শিক্ষা মূলক ঘটনা

ফকির এবং কুকুর এর শিক্ষা মূলক ঘটনা - FewLook
ফকির এবং কুকুর এর শিক্ষা মূলক ঘটনা নিন্মে উপস্থাপন করা হল।

এক ফকির এক কুকুর কে বললোঃ-

তোর তিনটি অভ্যাস খুব খারাপ।
কুকুর বললো সে গুলো কি কি?

ফকির বললোঃ
০১) তুই দেওয়ালে প্রস্রাব করিস।
০২) তুই ভিখারী দেখলে ঘেও ঘেও করিস।
০৩) তুই রাতে ঘেও ঘেও করে মানুষের ঘুম নষ্ট করিস।

এই কথা শুনে কুকুর উত্তর দিলোঃ-

আমি জমিনে এই জন্য প্রস্রাব করি না। কারণ হয়তো কোন আল্লাহর বান্দা, এখানে বসে আল্লাহ কে সেজদা করবে।

আমি ভিখারী কে দেখলে, এই জন্য ঘেও ঘেও করি। কারণ ভিখারি আল্লাহর কাছে না চেয়ে, মানুষের কাছে চায় কেনো।

আমি রাতে মানুষের ঘুম নষ্ট এই জন্য করি। কারণ মানুষ গুনাহ করে, আরামে ঘুমালে মাফ চাবে কখন?

আল্লাহ সকল কে হেদায়েত দান করুন। (আমিন)
Follow Us Google News
View (1636) Like (3)
Comment Box