বিয়ের দাওয়াত খেতে এসে মানুষ যা করে

একদম ভাল পরিবার গুলোকেও এমন করতে দেখি। আমরা যেন টাকা উসুল করার জন্যই যাই। এত ছ্যাচড়া স্বভাব আমাদের। সেদিন এক বিয়েতে গেলাম। মানুষের খাওয়া দেখে অবাক না হয়ে উপায় নেই। রোস্ট নিচ্ছে একটা দুই/তিন বছরের বাচ্চার জন্য। বাচ্চা রোস্ট যে খেতে পারে না সেটা কি বাচ্চার মা জানতো না। নাকি হিসেব করে টাকা উসুল করবে কে জানে? উনিও রোস্টের মাংস খেয়ে পুরো রোস্ট টাই মা আর বাচ্চা ফেলে দিল। আহা এটা বাসায় হলে! অন্যদিকে আর এক ভদ্র লোক সেতো জীবনেও গরুর মাংসের ঝোল খায় নি। খালি বলছে হাড় সহ মাংস নিয়ে আসো। আর ছেকে ছেকে হাড় সহ মাংস ই নিচ্ছে। আবার পিওর মাংস গুলো একটু কামড়ে ফেলে দিচ্ছে। উনার ছেলেকেও একই শিক্ষা উনি দিয়েই যাচ্ছেন। আচ্ছা পোলাও কম নিবি, মাংস বেশি খাব। তাহলে বেশি মাংস খেতে পারবি। এটা আমরা অনেকেই করি। এই বদ অভ্যাস আমাদের কোনো দিনই যাবে না। এত অপচয় আল্লাহ সইবে না। বাসায় আমরা ১/২ টুকরো গোস্ত আর ঝোল হলেই কত আরামে খাই। অথচ বিয়ে বাড়িতে একই মানুষের ভিন্ন রুপ দেখতে পাই। আসুন না এই অভ্যাস বাদ দেই।
View (1864)
Like (1)